॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
মোং লা পোর্ট পৌরসভা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি -বার্ষিক নির্বাচন ঘিরে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নির্বাচন অনুষ্ঠিত হয় শনিবার (২১ জুন২৫ ) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে। এদিন ১৮৭ জন ভোটারের মধ্যে অধিকাংশই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সমিতির এ নির্বাচনকে ঘিরে মৎস্য ব্যবসায়ীদের মধ্যে যেমন প্রাণচাঞ্চল্য ছিল, তেমনি নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে একটি কার্যকর ও স্বচ্ছ পরিচালনা পর্ষদের প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা।
নির্বাচনে মোট ৯টি পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সরেজমিনে দেখা যায়, আড়ৎ, মৎস্য বাজার ও আশপাশের এলাকায় টানানো লিফলেট-প্যানায় জমজমাট প্রচার প্রচারণা চলে। প্রতিটি প্রার্থী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। অবশেষে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয় ভোট গ্রহণ।
ঘোষিত ফলে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মোঃ মিজান মিয়া, সহ-সভাপতি পদে মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ বজলু মীর। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফারুক হোসেন, সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ ইদ্রিস হাওলাদার মোঃ রফিকুল ইসলাম ও মোঃ আলম কাজী প্রচার সম্পাদক পদে মোঃ হাফিজুল ইসলাম পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন মোংলা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন ও তাঁর সহকারি দুই সদস্য। সমিতির এ নির্বাচনকে ঘিরে মৎস্য ব্যবসায়ীদের মধ্যে যেমন প্রাণচাঞ্চল্য ছিল, তেমনি নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে একটি কার্যকর ও স্বচ্ছ পরিচালনা পর্ষদের প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা।