॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
শ নিবার বিকাল তিন ঘটিকায় সিরাজগঞ্জের বেলকুচিতে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে নাগরিক সমাবেশে এসব কথা বলেন এসব কথা বলেন এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
তিনি বেলকুচির তাঁত শিল্পে উৎপাদিত শাড়ি, লুঙ্গি, গামছা পণ্যগুলোর জিআই পণ্য হিসেবে স্কীকৃতির জন্য কাজ করে যাচ্ছেন। তিনি তার বক্তব্য উল্লেখ করেন বেলকুচি অন্যতম সমস্যা হলো নদী ভাঙ্গন। সেই নদী রক্ষায় তার উল্লেখ্য কাজের ভূমিকা তুলে ধরেন।
জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কাঠামো মজবুতিকরন ও তৃণমূলের রাজনৈতিক প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি শনিবার বিকালে আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে এক নাগরিক সমাবেশের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জুলাই গণঅভুত্থানের সদস্য হুজাইফা সম্রাট, জাতীয় যুব পার্টির সংগঠক ইসমাইল হোসেন সিরাজী, বেলকুচি উপজেলা এনসিপি`র প্রতিনিধি মুসা হাশেমী,বেলকুচি উপজেলা এনসিপি`র, প্রতিনিধি মুছাব্বির হোসেন সহ শ্রমিক উইং, ও অন্যন্যা নেতা কর্মীরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন আমি আপনাদের সন্তান হিসেবে এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। তিনি বেলকুচিতে গ্যাসের প্রয়োজনীয়তা উল্লেখ করে বেলকুচিতে গ্যাস সরবরাহ করার জন্য উদ্যোগ নিয়েছেন এবং তার কাজ অতি তাড়াতাড়ি শুরু হবে বলে আশ্বাস দেন।
তিনি বেলকুচির তাঁত শিল্পে উৎপাদিত শাড়ি, লুঙ্গি, গামছা পণ্যগুলোর জিআই পণ্য হিসেবে স্কীকৃতির জন্য কাজ করে যাচ্ছেন। তিনি তার বক্তব্য উল্লেখ করেন বেলকুচি অন্যতম সমস্যা হলো নদী ভাঙ্গন। সেই নদী রক্ষায় তার উল্লেখ্য কাজের ভূমিকা তুলে ধরেন।