Tuesday , 1 July 2025

মোংলায় সাংবাদিকের নাম-ছবি দিয়ে ফেসবুকে ফেক আইডি

॥ মোংলা উপজেলা প্রতিনিধি ॥

মোং লায় দৈনিক ভোরের পাতা, দৈনিক যশোর পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাসুদ রানা ( রেজা মাসুদ) এর ছবি ও নাম ব্যবহার করে একটি আইডি খোলা হয়। জানা গেছে, সাংবাদিক মাসুদ রানা তার ব্যবহৃত ফেসবুক আইডিতে কাজ করার সময় হঠাৎ করে তার নামের অপর একটি ফেসবুক আইডি চোখে পড়ে।

 

 

এতে ওই সাংবাদিক ফেক আইডি ব্যবহারকারীর অপতৎপরতার ক্ষতিকারক দিকগুলোর কথা চিন্তা করে চক্রান্তকারী শাস্তির ব্যবস্থা নিতে মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি সহ আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুুতি চলমান ।

সেখানে ওই আইডিতে এক ব্যাক্তির নামে কিছু লেখা অপপ্রচার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই ব্যাক্তির প্রতিক্ষরা তাকে হেয় করার জন্য সাংবাদিক মাসুদ রানার নাম ও ছবি ব্যাবহার করে ফেক আইডি ব্যাবহার করে।

এতে ওই সাংবাদিক ফেক আইডি ব্যবহারকারীর অপতৎপরতার ক্ষতিকারক দিকগুলোর কথা চিন্তা করে চক্রান্তকারী শাস্তির ব্যবস্থা নিতে মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি সহ আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুুতি চলমান । এই ব্যাপারে সাংবাদিক মাসুদ রানা বলেন, আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই একটি দুষ্ট চক্রের এই অপতৎপরতা। এই ব্যাপারে সবাইকে সর্তকতা অবলম্বন জরুরি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, এই ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করার পরামর্শ দেয়া হয়েছে সাংবাদিক মাসুদ রানা ( রেজা মাসুদ) কে । পরবর্তীতে আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব বলে জানায় থানার এ কর্মকর্তা।

Check Also

দীর্ঘদিনের দ্বন্দ্ব মীমাংসা করে দিলেন গ্রাম্য প্রধান এবং মানবাধিকার ফাউন্ডেশন:

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ বা দী/ বিবাদী পরস্পর নিজের মামা ভাগ্নে । বসত …