Tuesday , 1 July 2025

উল্লাপাড়ায় শিক্ষার্থীদের ফিলাপের টাকা আত্মসাৎ: এইচএসসি পরীক্ষায় বসতে পারল না ৩ শিক্ষার্থী, অফিস সহকারী রাজু শোকজ

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া, (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়ায় ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট হাই অ্যান্ড টেকনিক্যাল কলেজের তিনজন শিক্ষার্থী ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের অফিস সহকারী রাজু নামে এক কর্মচারীর বিরুদ্ধে।

 

ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। অফিস সহকারী রাজুকে শোকজ নোটিশ জারি করা হয়েছে এবং তার বিরুদ্ধে স্থায়ীভাবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে

জানা গেছে, অভিযুক্ত অফিস সহকারী রাজু শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফিলাপ বাবদ টাকা গ্রহণ করলেও তা বোর্ডে জমা দেননি। নির্ধারিত সময়ের মধ্যে ফিলাপ সম্পন্ন না হওয়ায় তিন শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারিয়ে যায়। এতে চরম হতাশা ও ক্ষোভে ভুগছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। অফিস সহকারী রাজুকে শোকজ নোটিশ জারি করা হয়েছে এবং তার বিরুদ্ধে স্থায়ীভাবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে বলে ইউএনওর দপ্তর সূত্রে জানা গেছে।

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত রাজু পলাতক রয়েছে। জানা গেছে, এর আগেও একই ধরনের অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, তবে সেসব ঘটনায় তেমন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে সে বারবার এমন অপকর্ম করার সাহস পেয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

স্থানীয়দের মতে, একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন অনিয়ম শুধু শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিপন্ন করছে না, বরং প্রতিষ্ঠানের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ করছে। অবিলম্বে রাজুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল।

Check Also

দীর্ঘদিনের দ্বন্দ্ব মীমাংসা করে দিলেন গ্রাম্য প্রধান এবং মানবাধিকার ফাউন্ডেশন:

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ বা দী/ বিবাদী পরস্পর নিজের মামা ভাগ্নে । বসত …