Sunday , 19 October 2025

দোহার পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

॥ বিশেষ প্রতিনিধি ॥

ঢা কার দোহার পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ১২ টায় পৌরসভার হল রুমে পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম এর সভাপতিত্বে ৪৪ কোটি ৭৫ লক্ষ টাকার ২৭তম এই বাজেট ঘোষণা করা হয়। যার মধ্যে প্রস্তাবিত আয় ৪১ কোটি ৩২ লাখ টাকা।

 

দোহার পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ১২ টায় পৌরসভার হল রুমে পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম এর সভাপতিত্বে ৪৪ কোটি ৭৫ লক্ষ টাকার ২৭তম এই বাজেট ঘোষণা করা হয়।

এবাজেটে ব্যয়ের ক্ষাতে ধরা হয়েছে শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত, দুর্যোগ ব্যবস্থাপনা, সড়ক বাতি ও সরকারি অবকাঠামো উন্নয়নসহ আরও বেশ কয়েকটি প্রকল্প।এসময় উপস্থিত ছিলেন, পৌরনির্বাহী কর্মকর্তা মো.কামাল হোসেন, নির্বাহী প্রকৌশলী, এম এম মামুনুর রশিদসহ বাংলাদেশ সেনাবাহিনীর দোহার ক্যাম্পের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও পেশাজীবীরা।

Check Also

প্রতিবন্ধী বৃদ্ধাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করল বেলকুচি থানা পুলিশ

॥ আশিকুর রহমান, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ এ মননি ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেড়া খারুয়া …