Monday , 30 June 2025

সাতক্ষীরা ব্রহ্মরাজপুর ক্যাম্পে আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার জনগণের সেবায় আরও সক্রিয় হওয়ার নির্দেশ

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা  প্রতিনিধি ॥

সা তক্ষীরা থানাধীন ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পে আকস্মিক পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। শনিবার (২৮ জুন) দুপুরে এ পরিদর্শনকালে তিনি ক্যাম্পে কর্মরত অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন এবং দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা পুলিশের এমন তৎপরতা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুলিশি সেবাকে আরও কার্যকর ও বিশ্বাসযোগ্য করে তুলবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।

পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, “প্রতিটি পুলিশ সদস্যকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হলে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সকলকে সমানভাবে সক্রিয় থাকতে হবে।” তিনি আরও বলেন, দায়িত্ব পালনে অবহেলা বা গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক, এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ।

জেলা পুলিশের এমন তৎপরতা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুলিশি সেবাকে আরও কার্যকর ও বিশ্বাসযোগ্য করে তুলবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।

Check Also

দীর্ঘদিনের দ্বন্দ্ব মীমাংসা করে দিলেন গ্রাম্য প্রধান এবং মানবাধিকার ফাউন্ডেশন:

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ বা দী/ বিবাদী পরস্পর নিজের মামা ভাগ্নে । বসত …