॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
গ ত ২৩ /০৬/২০২৬ তারিখ রোজঃ সোমবার হাফিজ শেখ তামাই উত্তর পাড়া অবস্থিত তার বাপ চাচার ২৬ শতাংশ ফসলীর জমির উপর একটি গাছ কাটতে গেলে নানা ভাবে হেনেস্থা ও অপবাদের শিকার হন ভাঙ্গা বাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফিজ শেখ। উল্লেখ্য যে হাফিজ শেখের বাপ চাচারা ৫ ভাই । তাদের মধ্যে হাফিজ শেখের এক চাচা হামিদ শেখ উত্তরাধিকারী সূত্রে পাওয়া ৫.৩০ শতাংশ জায়গা ১৯৮৬ সালে লাবু শেখের কাছে বিক্রি করে। উল্লেখযোগ্য যে হামিদ শেখ এই সম্পত্তির ৫.২০ শতাংশ জায়গায় মালিক।
একটি গাছ কাটলে এই নিয়ে হাজি মৃত তালহা হাজির ছেলে কাওছার সিরাজী হাফিজ শেখকে উদ্দেশ্য করে জমি জবর দখল করার অপবাদ দিয়ে ফেসবুকে নানা ধরনের অপ্রচার চালিয়ে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানান বিএনপির এই নেতা।
পরবর্তীতে লাবু শেখের কাছ থেকে জায়গাটি কিনে নেন হাজী তালহা । কিন্তু হামিদ শেখ ৫.২০ শতাংশ জায়গায় উত্তরাধিকারী সে মাত্র ৫.২০ শতাংশ জায়গা বিক্রি করলেও বর্তমানে মৃত তালহা হাজির ছেলে কাওছার সিরাজী ২৬ শতাংশ জায়গা ভোগ দখল করে আসছে বলে সংবাদ সম্মেলনে জানান বিএনপির এই নেতা।
উক্ত জমির এস এ খতিয়ান মতিয়ার রহমানের নামে ২৬ শতাংশ জায়গায় উল্লেখ থাকা সত্ত্বেও উক্ত পুরো সম্পত্তি হাজি মৃত তালহা শেখের ছেলে কাওছার সিরাজী ভোগ করে আসছে। হাফিজ শেখের বাপ চাচার সম্পত্তি থেকে হাফিজ শেখ ২৩/০৬/২০২৬ গত রোজঃ সোমবার ঐ সম্পত্তিতে একটি গাছ কাটলে এই নিয়ে হাজি মৃত তালহা হাজির ছেলে কাওছার সিরাজী হাফিজ শেখকে উদ্দেশ্য করে জমি জবর দখল করার অপবাদ দিয়ে ফেসবুকে নানা ধরনের অপ্রচার চালিয়ে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানান বিএনপির এই নেতা।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল