॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
মোং লা পৌর শহরের রাজ্জাক সড়কের এক নারী মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে মোংলা থানা পুলিশ চীনা নাগরিকের ছিনতাই হওয়া মোবাইল উদ্বার করে ।চীনা নাগরিকের ছিনতাই হওয়া মোবাইল অভিযোগের ৬ ঘন্টার মধ্যে মোংলা থানা পুলিশ ছিনতাইকারিকে আটক সহ মোবাইল ফোনটি উদ্বার করতে সক্ষম হয় ।
ছিনতাইকারি আরমানকে ৬ ঘন্টার মধ্যে কৌশলে আটকের পর ছিনতাইকারীর দেয়া তথ্য মতে মাদক ব্যাবসায়ী তিশার বাড়ি থেকে মোবাইল টি উদ্বার করে । এ সময় তিশা বাড়িতে ছিলো না। ছিনতাইকারী আরমান একজন মাদকসেবী বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন । আটককৃত ছিনতাইকারী হলো পৌর শহরের কেওড়াতলার এলাকার আনোয়ারের ছেলে আরমান (১৭)।
পুলিশ জানায়, চীনা নাগরিকের মোবাইল ছিনতাই এর অভিযোগ পেয়ে মোবাইলটি খোঁজে অভিযানে নামে মোংলা থানা পুলিশ। ছিনতাইকারি আরমানকে ৬ ঘন্টার মধ্যে কৌশলে আটকের পর ছিনতাইকারীর দেয়া তথ্য মতে মাদক ব্যাবসায়ী তিশার বাড়ি থেকে মোবাইল টি উদ্বার করে । এ সময় তিশা বাড়িতে ছিলো না। ছিনতাইকারী আরমান একজন মাদকসেবী বলে জানা যায়।
মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন জানান, চীনা নাগরিকের ছিনতাই হওয়া মোবাইলটি রাজ্জাক সড়কের তিশার বাড়ি থেকে উদ্বার করা হয়েছে। এ ঘটনায় আরমান নামে একজনকে আটক করা হয়। যেহেতু বিষয়টি চীনা নাগরিক সংক্রান্ত এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলে জানায় থানার এ কর্মকর্তা।