Thursday , 3 July 2025

দিনাজপুরের ফুলবাড়ীতে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্টিত।

॥ মোঃ আমজাদ আলী, দিনাজপুর জেলা প্রতিনিধি ॥

দি নাজপুরের ফুলবাড়ীতে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে একটি সুশৃঙ্খল ও ফলপ্রসূ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি টি প্রাথমিক ভাবে উদ্ভোদন করা হয় উত্তর শিবপুর উচ্চ বিদ্যালয় ও নবগ্রাম ফাজিল সিদ্দিকিয়া মাদ্রাসায়।

 

গাছপালা ব্যাতিত মানুষের অস্তিত্ব আজ মরুভূমির মতো।মানুষ যদি পৃথিবীর বুকে তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায় তাহলে বৃক্ষ রোপন ছাড়া অন্য কোন উপায় নেই।

আজকের এই বুক্ষ রোপন কর্মসূচি কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা নবিউল ইসলাম।
প্রধান অতিথি চেয়ারম্যান নবিউল ইসলাম বলেন যে-বর্তমানে নিজেদের প্রয়োজনের তাগিদে গাছ লাগানোর থেকে গাছ কাটার দিকে মানুষের আগ্রহ বেশি লক্ষ্য করা যায়। গাছপালা ব্যাতিত মানুষের অস্তিত্ব আজ মরুভূমির মতো।মানুষ যদি পৃথিবীর বুকে তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায় তাহলে বৃক্ষ রোপন ছাড়া অন্য কোন উপায় নেই। বৃক্ষ পরিবেশকে শীতল রাখে।আমি আজকে দুটি কাঁঠাল ও একটি লেবু গাছ রোপন করেছি।আমার ভালো বোধ হচ্ছে যে বৃক্ষ রোপন কর্মসূচিতে আমিও কিছু অবদান রাখতে পেরেছি। আমাদের মনে রাখতে হবে বৃক্ষ রক্ষা মানে নিজেদের জীবনকেও রক্ষা।তাই বৃক্ষ রোপন কর্মসূচিকে সফল করার জন্য সরকারের পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।আসুন আমরা সকলে মিলে বৃক্ষ রোপন করি এবং বৃক্ষ রোপনের গুরুত্ব সকলের মাঝে তুলে ধরি।আরও উপস্হিত ছিলেন শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ওবায়দুল হাসান এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

নবগ্রাম ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং শিক্ষক বৃন্দও এই পরিবেশবান্ধব উদ্যোগে যোগ দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মোফাজ্জল হোসেন।

কর্মসূচিটি পরিচালনা করেন মানব কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক ও সংগঠনের নিবেদিত সদস্য বৃন্দ। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

মানব কল্যাণ ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে।

Check Also

রায়পুরায় আমিরগঞ্জ ইউনিয়নের পরিষদের অফিস কক্ষে ব্যবসায়ীকে কু*পিয়ে হত্যা

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ ন রসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে …