॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রা জবাড়ী জেলার পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ডের নারায়নপুর গ্রামের স্বর্গীয় হরিপদ কুন্ডুর বাড়ীতে বুধবার (২জুলাই) ২৭তম বার্ষিকী ২৪প্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন শুরু হয়েছে। আগের দিন মঙ্গলবার রাতে মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়।দীর্ঘ ২৭ বছর ধরে এই তিথিতে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়।
তারকব্রহ্ম মহানাম সংকীর্তন চলবে ৪ জুলাই পর্যন্ত। ৫ জুলাই মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগ শেষে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
জানা যায়, বুধবার ভোর থেকে তারকব্রহ্ম মহানাম সংকীর্তন শুরু হয়েছে। এবারে পাংশার শিব মন্দির সম্প্রদায়, পাংশা সেনগ্রামের শ্রী গুরু সম্প্রদায়, সাতক্ষীরার আদি নন্দগোপাল সম্প্রদায় ও মা যশোদা অষ্টসখী সম্প্রদায়, যশোরের গৌর বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় ও ঝিনাইদহের জয়নিতাই সম্প্রদায় মহানাম সংকীর্তন পরিবেশন করছে।
সনাতন ধর্মের বিভিন্ন শ্রেনী পেশার বহু নারী পুরুষ ভক্তবৃন্দ মনোযোগ সহকারে মহানাম সংকীর্তন শুনছেন। মহানাম যজ্ঞানুষ্ঠানে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
স্বর্গীয় হরিপদ কুন্ডুর পুত্র সঞ্জীব কুমার কুন্ডু, ড. দেবদাস কুন্ডু, ড. দীপক কুমার কুন্ডু, অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু ও সহযোগী অধ্যাপক ডা. নৃপেন কুমার কুন্ডু শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করছেন।
মহানাম যজ্ঞানুষ্ঠানে স্বর্গীয় হরিপদ কুন্ডু, তার স্ত্রী স্বর্গীয় সেবাদাসী কুন্ডু ও তাদের ৪র্থ পুত্র পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ডের পরপর ৫বারের নির্বাচিত সাবেক কাউন্সিলর, ২০২৪ সালের ৮ মার্চ অকাল প্রয়াত গোবিন্দ চন্দ্র কুন্ডুর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করা হয়েছে।
দীর্ঘ ২৭ বছর ধরে এই তিথিতে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। স্বর্গীয় হরিপদ কুন্ডুর ছেলে, পাংশার সাংস্কৃতিক সংগঠন নাট্যালোকের সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার কুন্ডু মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাণবন্ত ও সাফল্যমন্ডিত করার জন্য স্ববান্ধব উপস্থিতি ও পূর্ণ সহযোগিতা কামনা করেছেন।