Thursday , 15 January 2026

মাওয়ায় সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায়: দোহারের রোহান মারা গেছে, রিংকু সংকটাপন্ন

॥ বিশেষ প্রতিনিধি ॥

ঢা কার – মাওয়া এক্সপ্রেস ওয়েতে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় দোহার উপজেলার ধীৎপুর গ্রামের কিশোর রোহান (১৬) মারা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় তার সাথে থাকা রিংকুকে (১৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। রোহান মইতপাড়া নিউ আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র। রিংকু একই গ্রামের কিন্তু ঢাকায় থাকে। রোহান ও রিংকু দুইজনই ঘনিষ্ঠ বন্ধু।

 

রোহানের বাবা মোশারফ হোসেনের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশেপাশের পরিবেশ। তিনি বাকরুদ্ধ কণ্ঠে বলতে থাকেন, “ও আমার আমার সন্তান, আমার কলিজা, ওঁকে নিয় কত স্বপ্ন … সব স্বপ্ন শেষ হয়ে গেল।”

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শনিবার রাত আটটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা যাত্রী ছাউনির সামনে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় রোহানের প্রাণ ঝরে যায়। রোহান ও তার সঙ্গী মোটরসাইকেলে ঢাকামুখী যাচ্ছিলেন। হঠাৎই অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা ছুটে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই দু’জনেরই করুণ মৃত্যু ঘটে।

 

রোহানের বাবা মোশারফ হোসেনের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশেপাশের পরিবেশ। তিনি বাকরুদ্ধ কণ্ঠে বলতে থাকেন, “ও আমার আমার সন্তান, আমার কলিজা, ওঁকে নিয় কত স্বপ্ন … সব স্বপ্ন শেষ হয়ে গেল।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বন্ধু, আত্মীয়-স্বজন আর গ্রামবাসীরা শোকাহত চোখে সেই প্রাণবন্ত ছেলেটির হাসিমুখটিই মনে করছেন। ছোট্ট বয়সেই না ফেরার দেশে চলে গেল রোহান, রেখে গেল অগণিত স্মৃতি আর অপূর্ণ স্বপ্ন। এদিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রিংকুর জন্য তার মা সকলের নিকট দোয়া চেয়েছেন।

Check Also

উল্লাপাড়ায় জনপ্রিয় হয়ে উঠছে কালোজিরা চাষ

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দিন দিন জনপ্রিয় …