Tuesday , 14 October 2025

সাংবাদিক এস কে কামরুল হাসানের নামে মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥

সা তক্ষীরা প্রেসক্লাবের সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ও দৈনিক সকালের সময় পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস কে কামরুল হাসানের নামে ষড়যন্ত্র মূলক পর্নগ্রাফী আইনে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তারা বলেন, ভিন্ন একটি মামলার আসামী কিভাবে থানায় উপস্থিত হয়ে মামলা করতে পারে তা সাংবাদিকদের বোধগম্য নয়।

এই ধরনের ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমা ও সকল ধরনের উসকানী থেকে বিরত থাকার জন্য আহবান জানানো হয়েছে।

সাংবাদিকদের পক্ষ-বিপক্ষকে কেন্দ্র করে কোন সংস্থার সুযোগ গ্রহন করা ঠিক হবে না বলে বিবৃতি দাতারা মনে করেন। এই ধরনের ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমা ও সকল ধরনের উসকানী থেকে বিরত থাকার জন্য আহবান জানানো হয়েছে।

বিবৃতি দাতারা হলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম রফিক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শাকিলা ইসলাম জুই কার্যনির্বাহী সদস্য আব্দুল গফুর সরদার, গোলাম সরোয়ার, মুহাঃ জিল¬ুর রহমান, আক্তারুজ্জামান বাচ্চু, আমিরুজ্জামান বাবুসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

Check Also

সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান:

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ ক্রী ড়াই  শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। এই …