Thursday , 15 January 2026

দিনাজপুরে ৬০০ পিচ ইয়াবা সহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥

দি নাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হোসাইন মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)জনাব মোঃ আনোয়ার হোসেন এর তত্তাবধায়নে জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ আলমগীর পিপিএম এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ৯ জুলাই বুধবার ভোর সাড়ে ০৫ টায় কোতয়ালী থানার লিলির মোড়ে অভিযান চালিয়ে নাবিল পরিবহনের যাত্রী ৬০০ পিচ ইয়াবা সহ ১ জন কে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তাঁর সহযোগীকে কোতয়ালী থানার বালুয়াডাঙ্গা মোড় থেকে ১ জনকে গ্রেপ্তার সহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন জেলা গোয়েন্দা শাখা ডিবি।

 

 গ্রেপ্তারকৃত আসামী শাহিন আলম ওরফে সাদ্দামের ৫ টি মাদক মামলা রয়েছে অপরজন ফারুক হোসেনের নামে ২ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দরগাপাড়ার মোঃ সিদ্দিক আলীর ছেলে (১)শাহিন আলম ওরফে সাদ্দাম (২৭)কে কোতয়ালী থানার লিলির মোড় থেকে ৬০০ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে তাঁর সহযোগী মোঃ ফারুক হোসেন কে বালুয়াডাঙ্গা মোড় হতে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত মোঃ ফারুক হোসেন বোচাগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের মোঃ নাজিম উদ্দিনের ছেলে। গ্রেপ্তারকৃত আসামী শাহিন আলম ওরফে সাদ্দামের ৫ টি মাদক মামলা রয়েছে অপরজন ফারুক হোসেনের নামে ২ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

Check Also

উল্লাপাড়ায় জনপ্রিয় হয়ে উঠছে কালোজিরা চাষ

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দিন দিন জনপ্রিয় …