Friday , 11 July 2025

হাতিয়ায় ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে গাছ কেটে খাস জায়গা দখলের অভিযোগ

॥  স্টাফ রিপোর্টার॥

হা তিয়ায় কাজীর বাজারে গাছ কেটে খাস জায়গা দখল করে দোকানঘর নির্মানের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদের বিরুদ্ধে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ঘটনাস্থলে গিয়ে দখল উচ্ছেদ করলেও পরে আবারও দোকান নির্মানের কাজ চলমান রাখেন তিনি।

 

চরইশ্বর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি ও কাজীর বাজার ইজারাদার কর্মী মো. জাহিদ উদ্দিন বলে,” উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিয়াজ মাহমুদের নেতৃত্বে রিপন চন্দ্র দাস, শাহীন, খবির বেপারী, কামরান ও রহমান খাস জায়গার গাছসব কেটে দোকানঘর নির্মান করে। গতকাল এসিল্যান্ড এসে ভেঙে দিলেও তারা আবারো কাজ শুরু করে।

স্থানীয়রা জানান, উপজেলার চরইশ্বর ইউনিয়নের কাজীর বাজারের দক্ষিণ পূর্ব পাশের সরকারি খাস জায়গায় গাছ রোপন করেন ইব্রাহিম নামের এক ব্যক্তি। সম্মুখ দাবীতে ইব্রাহিম দশ-বারো বছর আগে এ জায়গায় গাছ লাগিয়ে ভোগদখলে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ০৪ জুলাই হাতিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদের নেতৃত্বে একদল লোক রাতের আঁধারে এ খাস জায়গার দেড় লাখ টাকা মূল্যের অন্তত ৩০টা কাঠ গাছ কেটে ফেলে। পরে ওই জায়গায় দোকানঘর নির্মানের কাজ শুরু করে। প্রশাসন বিভিন্ন সময় বাধা দিলে পরে তারা আবারো কাজ চালায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আরো জানান, বুধবার(৯ জুলাই) বিকেলে রিয়াজ মাহমুদ পুনরায় দোকানঘরের কাজ শুরু করলে এসিল্যান্ড ঘটনাস্থলে গিয়ে দোকানঘর ভেঙে দেয়। পরক্ষণে রিয়াজ মাহমুদের নেতৃত্বাধীন লোকজন আবারো দোকানঘর নির্মানের কাজ চালায়। বাজারে মাছ ব্যবসার পুরোনো কেন্দ্র থাকার পরও খাস দখলীয় জায়গায় তারা ডাক বাক্স বসায়। চরইশ্বর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ এর পিছনে ইন্দন জোগাচ্ছেন বলেও জানান স্থানীয়রা।

চরইশ্বর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি ও কাজীর বাজার ইজারাদার কর্মী মো. জাহিদ উদ্দিন বলে,” উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিয়াজ মাহমুদের নেতৃত্বে রিপন চন্দ্র দাস, শাহীন, খবির বেপারী, কামরান ও রহমান খাস জায়গার গাছসব কেটে দোকানঘর নির্মান করে। গতকাল এসিল্যান্ড এসে ভেঙে দিলেও তারা আবারো কাজ শুরু করে। এবং সেখানে মাছের ডাক বাক্স বসায়। তারা আমাকেও তাদের সাথে দখলবাজিতে সামিল হতে বলে। আমি রাজি না হওয়ায় তারা আমাকে মোবাইল ফোনে হুমকি দেয়। আমি বিএনপি করি কিন্তু তাদের মতো দখলবাজিতে নাই। ”

তিনি আরো জানান, এখানে অনেক পুরোনো একটা মাছের ব্যবসা কেন্দ্র রয়েছে। ফাইতানঘাটসহ অনেক এরিয়া নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পর মৎস্য ব্যবসায়ীরা একত্রিত হয়ে এখানে ব্যবসা করছে। অথচ এরা নতুন করে এলাকায় বিশৃঙ্খলা করার জন্য এই অনিয়ম এবং দখলবাজি শুরু করছে। এদের সাথে স্থানীয় কোনো ব্যবসায়ী নেয়, বহিরাগত কিছু উশৃংখল লোক’কে ব্যবসায়ী সাজিয়ে পরিস্থিতি খারাপ করতে চাই বলেও জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত তথা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন। হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন জানান, খাস জায়গায় দোকানঘর নির্মানের খবর পেয়ে একবার বন্ধ করে দেওয়া হয়েছে। পরে আবার শুরু করলে পুলিশ নিয়ে দখল উচ্ছেদ করা হয় বলে জানান তিনি।

Check Also

জুয়া ও মাদকের টাকা দেয়নি শ্বশুর ঢাকা থেকে সাতক্ষীরায় এসে শ্বশুর বাড়িতে জামাতার হামলা

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা  প্রতিনিধি ॥ ঢা কা থেকে গুন্ডা ভাড়া করে সাতক্ষীরায় শ্বশুর …