Friday , 11 July 2025

দুই বছর কেউ পাস না করায় ক্ষোভে ফুঁসছে অভিভাবক ও এলাকাবাসী, দায়িত্বহীনতা ও দুর্নীতির অভিযোগ

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এলংজানি দাখিল মাদ্রাসায় টানা দুই বছর ধরে দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় কেউ পাস করেনি। ২০২৪ ও ২০২৫ শিক্ষাবর্ষে যথাক্রমে ১২ ও ১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হওয়ায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

“দীর্ঘ সময় আওয়ামী লীগের প্রভাবশালী একটি মহল মাদ্রাসা কমিটিকে নিয়ন্ত্রণ করেছে। তারা শিক্ষার মান নয়, বরং নিয়োগ বাণিজ্যই বেশি করেছে। বর্তমান সুপারও দুর্নীতির মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। শিক্ষকরা নিয়মিত ক্লাস না নিয়ে নিজেদের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকতেন।”

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট, ক্লাস ফাঁকি এবং দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাপনার ফলে এ মর্মান্তিক পরিণতি। অভিযোগ উঠেছে, স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাদ্রাসার পরিচালনা কমিটি ও শিক্ষক নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েছে।

এলংজানি গ্রামের বাসিন্দা আল আমিন হোসেন বলেন, “দীর্ঘ সময় আওয়ামী লীগের প্রভাবশালী একটি মহল মাদ্রাসা কমিটিকে নিয়ন্ত্রণ করেছে। তারা শিক্ষার মান নয়, বরং নিয়োগ বাণিজ্যই বেশি করেছে। বর্তমান সুপারও দুর্নীতির মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। শিক্ষকরা নিয়মিত ক্লাস না নিয়ে নিজেদের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকতেন।”

এক শিক্ষার্থীর অভিভাবক শহিদুল ইসলাম বলেন, “দুই বছর কেউ পাস করতে না পারার দায় শুধু শিক্ষার্থীদের নয়। মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতা ও শিক্ষকদের জবাবদিহিতার অভাবকেই দায়ী করছি। আমাদের সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. শাহাদত হোসেন বলেন, “আমাদের এলাকা প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নেই। তারা পড়ালেখায় আগ্রহী নয়। কিছু সমস্যা থাকায় ফলাফল ভালো হয়নি।”

তবে অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগের বিষয়ে সরাসরি কোনো জবাব দিতে রাজি হননি তিনি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন রিসিভ না হওয়ায় মন্তব্য পাওয়া যায়নি।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক। আমি ইতোমধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। অচিরেই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Check Also

জুয়া ও মাদকের টাকা দেয়নি শ্বশুর ঢাকা থেকে সাতক্ষীরায় এসে শ্বশুর বাড়িতে জামাতার হামলা

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা  প্রতিনিধি ॥ ঢা কা থেকে গুন্ডা ভাড়া করে সাতক্ষীরায় শ্বশুর …