॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥
সা তক্ষীরায় কর্তব্যরত অবস্থায় মোঃ সাইদুজ্জামান (৪৮) নামে এক পুলিশ উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১২টা ৫৫ মিনিটে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রাত প্রায় ১১টা ৪০ মিনিটে হঠাৎ করে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্যসূত্রে জানা গেছে, মৃত এসআই (নিরস্ত্র) মোঃ সাইদুজ্জামান (বিপি-৭৭৯৬০২৬২০৮) সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি বুধবার (১০ জুলাই) রাতে সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে ফাঁড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে কাটিয়া লস্কারপাড়া এলাকায় অবস্থান করছিলেন।
রাত প্রায় ১১টা ৪০ মিনিটে হঠাৎ করে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শুক্রবার ১১ জুলাই সকাল দশটায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়,এবং পরবর্তীতে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
মরহুম মোঃ সাইদুজ্জামান কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন পারমৃত্তিকা পাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ আঃ গফুর মন্ডল এবং মাতার নাম মোসাঃ হালিমা বেগম।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর ৬ মাস ৮ দিন। দীর্ঘ ২৮ বছর ৯ মাস ২ দিন তিনি বাংলাদেশ পুলিশে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই অকাল মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়েছে, “এসআই মোঃ সাইদুজ্জামান ছিলেন একজন সৎ, দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ পুলিশ সদস্য। তাঁর মৃত্যুতে জেলা পুলিশ গভীরভাবে শোকাহত। ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।