Thursday , 15 January 2026
(পাংশার কশবামাজাইল ইউপির সুবর্ণকোলা গ্রামে শনিবার সকালে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র-গুলিসহ বাবুল সরদার নামের একজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করে)

পাংশায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী বাবুল সরদার গ্রেফতার

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির সুবর্ণকোলা গ্রামে শনিবার (১২ জুলাই) সকালে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র-গুলিসহ বাবুল সরদার (৪৮) নামের একজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। ধৃত বাবুল সরদার সুবর্ণকোলা গ্রামের মৃত নাজিম উদ্দিন সরদারের ছেলে।

 তিনি বলেন, ধৃত আসামী বাবুল সরদারকে অস্ত্র-শস্ত্র নিজ হেফাজতে রাখার কারণ জিজ্ঞাসা করলে সে কোন সদুত্তর দিতে পারেনি। সে সন্ত্রাসী কার্যকলাপসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার এসআই শাহারিয়ার হোসেন এবং বাংলাদেশ সেনা বাহিনীর কালুখালীর অস্থায়ী আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফাসহ সঙ্গীয় ফোর্সদের সমন্বয়ে যৌথ বাহিনী শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কশবামাজাইল ইউনিয়নের সুবর্ণকোলা গ্রামের বাবুল সরদারের বসত বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বাবুল সরদারের বসত ঘর ও আশপাশ এলাকা তল্লাশীকালে বাবুল সরদারের বসত বাড়ীর রান্না ঘরের ভিতর হতে তার দেখানো ও নিজ হাতে বের করে দেয়ামতে যৌথ বাহিনী ১টি সচল ওয়ান শুটার গান, ২টি কার্তুজ, ১টি লোহার চাকু ও ২টি হাসুয়া উদ্ধার করে।

এ ব্যাপারে পাংশা মডেল থানার এসআই মোঃ শাহারিয়ার হোসেন বাদী হয়ে শনিবার থানায় বাবুল সরদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নং ৯, ধারা- ১৯৭৮ সালের অস্ত্র আইন ১৯এ/১৯(এ)/১৯(এফ)।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ধৃত আসামী বাবুল সরদারকে অস্ত্র-শস্ত্র নিজ হেফাজতে রাখার কারণ জিজ্ঞাসা করলে সে কোন সদুত্তর দিতে পারেনি। সে সন্ত্রাসী কার্যকলাপসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

Check Also

উল্লাপাড়ায় জনপ্রিয় হয়ে উঠছে কালোজিরা চাষ

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দিন দিন জনপ্রিয় …