Tuesday , 15 July 2025

ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥

দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুলাই সোমবার সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে এ মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

 

প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও এ দায়িত্ব রয়েছে সমাজ থেকে অপরাধ দূর করার তাই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় নির্ধারিত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ এবং আগামী মাসে বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার।।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি,মাদক নির্মূল,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ,জঙ্গিবাদ,ও সন্ত্রাস দমনে করণীয়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল ইসলাম,ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মশিউর রহমান,এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ,শিক্ষক প্রতিনিধি,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী বলেন উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও এ দায়িত্ব রয়েছে সমাজ থেকে অপরাধ দূর করার তাই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় নির্ধারিত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ এবং আগামী মাসে বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার।

Check Also

নবাগত বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সাংবাদিকের শুভেচ্ছা বিনিময়।

॥ আশিকুর রহমান জুয়েল,  বেলকুচি  (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের বেলকুচি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা হিসেবে …