॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া প্রতিনিধি ॥
সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পারতেতুলিয়া গ্রামের তিন মাথা সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ও কাদা ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। কোমলমতি শিক্ষার্থী, বৃদ্ধ ও পথচারীদের জন্য এ রাস্তাটি যেন হয়ে উঠেছে এক দুঃসহ যাত্রাপথ।
১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম রতন জানান, “এই রাস্তা চারটি গ্রামের মানুষ ব্যবহার করে—কালিগঞ্জ, ভেল্লাবাড়ি, বড়হর ও পারতেতুলিয়া। হাইওয়ে সংলগ্ন হওয়ায় রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নিরাপদ। ইউনিয়ন পরিষদে রাস্তার প্রস্তাবনা ও আইডি থাকলেও বাস্তবায়ন হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারতেতুলিয়ার তিন মাথা মোড় থেকে দুটি সড়ক বের হয়ে পাশ্ববর্তী এলাকায় সংযুক্ত হয়েছে। তিন মাথা মোড়ে রয়েছে বেশ কিছু দোকানপাট। এখান দিয়ে পারতেতুলিয়া গ্রামের বাসিন্দারা প্রতিনিয়ত উপজেলা সদরে যাতায়াত করেন। তিন মাথা মোড় থেকে প্রায় দেড়শো ফুট পর্যন্ত রাস্তার ওপর কাদার স্তূপ জমে আছে। বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় ঘণ্টার পর ঘণ্টা ধরে পানি জমে থাকে। এই সড়কের মাত্র দেড়শো ফুট দূরে বিলসূর্য নদী থাকলেও পানি সরে যায় না। এতে দুর্ভোগের মাত্রা আরও বেড়েছে।
গ্রামের এক অটোভ্যান চালক আতাহার মিয়াকে দেখা গেছে, হাটু সমান কাদা পেরিয়ে ভ্যান টেনে নিতে। পথচারীরা অনেক সময় ভ্যান ঠেলে এগিয়ে দিতে বাধ্য হন।
স্থানীয় গ্রাম্য চিকিৎসক ডা. মোনায়েম হোসেন বলেন, “একটু বৃষ্টি হলেই কোমলমতি শিশুদের কোলে করে স্কুলে পৌঁছে দিতে হয়। স্কুল ছুটির পরও একইভাবে নিয়ে আসতে হয়। দীর্ঘদিন ধরেই এ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেই কর্তৃপক্ষের।”
পারতেতুলিয়ার বাসিন্দা আবুল হাসান বলেন, “আমাদের গ্রামে অন্তত ১০০ থেকে ১৫০ শিক্ষার্থী প্রতিদিন এই রাস্তা দিয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়, মার্চেন্টস পাইলট হাইস্কুল, বিজ্ঞান কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। কিন্তু এক হাটু পানি জমে থাকায় তারা সময়মতো যেতে পারে না। পাশে ব্রিজ থাকলেও এই তিন মাথা সড়কের কাদাপানি দুর্ভোগের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।”
১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম রতন জানান, “এই রাস্তা চারটি গ্রামের মানুষ ব্যবহার করে—কালিগঞ্জ, ভেল্লাবাড়ি, বড়হর ও পারতেতুলিয়া। হাইওয়ে সংলগ্ন হওয়ায় রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নিরাপদ। ইউনিয়ন পরিষদে রাস্তার প্রস্তাবনা ও আইডি থাকলেও বাস্তবায়ন হয়নি। বারবার আশ্বাস পাওয়া গেলেও কাজ হয়নি।”
এ বিষয়ে পারতেতুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষিকা মোছ: মাহমুদা ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে সে বলেন, আমি এখানে নতুন ২০২৩ সালে জয়েন করেছি গ্রাম বাসিরা অনেকবার উপজেলায় আবেদন জানালে কোন কাজ হয়নি, কিন্তু আমি রাস্তা সংস্কারের বেপারে কোন আবেদন জানাই নি।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূঁইয়া গ্লোবাল সংবাদ কে বলেন, “সড়ক মেরামতে বরাদ্দ আসলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। অতিবৃষ্টির কারণে রাস্তাটি কর্দমাক্ত হয়েছে, তাই চলাচলে সমস্যা হচ্ছে। এখন বাজেট না থাকায় কাজ শুরু করা যাচ্ছে না, তবে বরাদ্দ এলেই দ্রুত সংস্কার শুরু হবে।”
এলাকাবাসীর জোর দাবি, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে অতি দ্রুত এই সড়কটির সংস্কার ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।