Sunday , 19 October 2025

বেলকুচিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

॥ আশিকুর রহমান জুয়েল,  বেলকুচি  (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের বেলকুচিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে (১৬জুলাই বুধবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্বে করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আফরিন জাহান।

 

জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। উল্লেখ্য যে এই দিনে আবু সাইদ পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হন।

জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাফিয়া সাবেরীন,বেলকুচি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার নাজমুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
গোলাম রেজা।প্রাথমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, আইসিটি কর্মকর্তা ঈমান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল, বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি কেরামত আলী তালুকদার।

বেলকুচি উপজেলা ছাত্র প্রতিনিধি মুছা হাসেমি, বেলকুচি থানার এসআই হাসানুজ্জামান, বেলকুচি উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাহমুদুর রশিদ শামীম, বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান জুয়েল সহ বেলকুচি উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক,জনপ্রতিনিধি, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। উল্লেখ্য যে এই দিনে আবু সাইদ পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হন।

Check Also

প্রতিবন্ধী বৃদ্ধাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করল বেলকুচি থানা পুলিশ

॥ আশিকুর রহমান, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ এ মননি ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেড়া খারুয়া …