Saturday , 30 August 2025

পাংশায় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

জু লাই গণঅভ্যুত্থান ও পুনর্জাগরণের বর্ষপূর্তি উপলক্ষে পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৮ জুলাই) বিকালে পাংশা জর্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

শান্তিপূর্ণ পরিবেশে বহু দর্শক খেলা উপভোগ করেন। উদ্বোধন অনুষ্ঠানে পাংশা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০টি ক্রীড়া সংস্থার মাঝে ২টি করে ফুটবল বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য প্রদানসহ খেলা উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ও পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

মাছপাড়া ইউনিয়ন ফুটবল একাদশ ও হাবাসপুর ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে গোল শূন্য অবস্থায় ড্র হলে খেলা টাইব্রেকারে গড়ায় এবং টাইব্রেকারে হাবাসপুর ইউনিয়ন ফুটবল একাদশ জয়ী হয়। খেলা পরিচালনা করেন মোঃ শাজাহানুল হক (জুয়েল মাস্টার)। তাকে সহযোগিতা করেন মোহাম্মদ আলী ও সিয়াম। শান্তিপূর্ণ পরিবেশে বহু দর্শক খেলা উপভোগ করেন। উদ্বোধন অনুষ্ঠানে পাংশা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০টি ক্রীড়া সংস্থার মাঝে ২টি করে ফুটবল বিতরণ করা হয়।

পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, এলজিইডির উপ-সহকারী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, বিএনপির নেতা মোঃ চাঁদ আলী খান, পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার, সহসভাপতি মোঃ ইউসুফ আলী মন্ডল ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরদার, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ রোকুনুজ্জামান খান তপু ও গোলাম মোস্তফা, মাছপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোন্তাজ মোল্লাসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক মোঃ ফিরোজ হোসেন।

Check Also

নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥ ঢা কায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল …