Monday , 21 July 2025

মোংলায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মামুন আটক

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

ডে ভিল হান্ট অভিযানে মোংলায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে পৌর শহরের মুসলিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

 পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আঃ রহমানের দাপটে পৌর শহর ও উপজেলা জুড়ে সন্ত্রাসের রামরাজত্ব গড়ে তোলে মামুন। মামুন আটক হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ লোকজন।

আটক যুবলীগ নেতা মামুনের বিরুদ্ধে জাহাজ চোরাচালানী, চাঁদাবাজী, টেন্ডারবাজী, মাদক-জুয়া ও অবৈধ বালু ব্যবসাসহ নানান সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে।

তার আপন মামা সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আঃ রহমানের দাপটে পৌর শহর ও উপজেলা জুড়ে সন্ত্রাসের রামরাজত্ব গড়ে তোলে মামুন। মামুন আটক হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ লোকজন।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, ডেভিল হান্ট অভিযানে আটক যুবলীগ নেতা মামুনকে রবিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Check Also

সিরাজগঞ্জ জুলাই পুনর্জাগরণি ২৪ এর রঙে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত।

॥ আশিকুর রহমান জুয়েল,  বেলকুচি  (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ র বিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত …