॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
জু লাই-আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মহফিল আয়োজন করেছে মোংলা পৌর ও কলেজ ছাত্রদল শনিবার মাগরির বাদ অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মহফিলের আয়োজন করা হয়।
আল্লাহ যেন আমাদের শহীদের কবরের আজাব মাফ করে দেয় এবং যারা আহত হয়েছেন এবং পঙ্গুত্ত্ব বরণ করেছেন তাদের আশু সুস্থতা কামনা করছি। এবং বাংলাদেশ নিয়ে আ.লীগের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজীব নিকারী বলেন, জুলাইয়ে শহীদের যে ত্যাগ, তা কোনো কিছুর বিনিময়ে শোধ করা যাবে না। আমরা আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের শহীদের কবরের আজাব মাফ করে দেয় এবং যারা আহত হয়েছেন এবং পঙ্গুত্ত্ব বরণ করেছেন তাদের আশু সুস্থতা কামনা করছি। এবং বাংলাদেশ নিয়ে আ.লীগের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম শুভ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদল সাবেক সদস্য সচিব মো: সজীব নিকারী, মোংলা সরকারি কলেজ শাখার সাবেক যুগ্ন আহবায়ক তানভীর ইসলাম সহ ছাত্রদলের নেতৃবৃন্দরা।