Monday , 21 July 2025

দিনাজপুরে র‍্যাব ১৩-র অভিযানে ৫ রাউন্ড তাজা গুলি একটি বিদেশী রিভলবার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥

দি নাজপুর জেলার কোতয়ালী থানার সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের দক্ষিণ দাইনুর কঞ্জকুড়ি গ্রামে র‌্যাব ১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি ১ দিনাজপুর এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫ রাউন্ড তাজা গুলি সহ একটি বিদেশী রিভলবার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে।

 

সাগর বাবুর শয়ন কক্ষের ভেতর থেকে ফেলে যাওয়া ৫ রাউন্ড তাজা গুলি একটি বিদেশী রিভলবার জব্দ সহ সর্বগ্রাসী মাদকদ্রব্যৈর ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ১৭ বোতল বিদেশী মদ ৩ পিস এম্পুল ইঞ্জেকশন উদ্ধার করেছি।

১৯ জুলাই শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের দক্ষিণ দাইনুর কঞ্জকুড়ি গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে সাগর বাবুর বাড়ীতে দিনাজপুর র‌্যাব ১৩ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শয়ন কক্ষের ভেতর থেকে ৫ রাউন্ড তাজা গুলি সহ একটি বিদেশী রিভলবার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে।

র‌্যাব ১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি ১ দিনাজপুর চৌকস দলের অফিসার বলেন বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে গত ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টায় কোতয়ালী থানাধীন কমলপুর ইউনিয়নের দক্ষিণ দাইনুর কঞ্জকুড়ি গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে জনৈক সাগর বাবুর বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি পলাতক সাগর বাবুর শয়ন কক্ষের ভেতর থেকে ফেলে যাওয়া ৫ রাউন্ড তাজা গুলি একটি বিদেশী রিভলবার জব্দ সহ সর্বগ্রাসী মাদকদ্রব্যৈর ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ১৭ বোতল বিদেশী মদ ৩ পিস এম্পুল ইঞ্জেকশন উদ্ধার করেছি।

এ বিষয়ে পলাতক সাগর বাবুর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব ১৩ বাদী হয়ে অস্ত্র আইন ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Check Also

সিরাজগঞ্জ জুলাই পুনর্জাগরণি ২৪ এর রঙে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত।

॥ আশিকুর রহমান জুয়েল,  বেলকুচি  (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ র বিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত …