Monday , 27 October 2025
পাংশায় মঙ্গলবার সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে হাঁস ও খাদ্য উপকরণ বিতরণ করা হয়

পাংশায় সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে হাঁস ও খাদ্য উপকরণ বিতরণ

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে মঙ্গলবার (২২ জুলাই) নদীবিধৌত চরাঞ্চল সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে হাঁস ও খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। পাংশা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

চরাঞ্চল সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে হাঁস ও খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। পাংশা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জানা যায়, ১৩০ জন সুবিধাভোগীর মাঝে প্রত্যেকের ২১টি করে হাঁস ও ৭৫ কেজি করে খাদ্য উপকরণ বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা ও পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস প্রমূখ উপস্থিত ছিলেন। কর্মকর্তারা কর্মসূচি বাস্তবায়নে সুবিধাভোগীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Check Also

ধামাইনগরে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদ …