Saturday , 26 July 2025

সাতক্ষীরা আশাশুশি খাজরা ইউনিয়নে বিএনপির দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

॥ মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা প্রতিনিধি ॥

সা তক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে বিএনপি’র দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে খাজরা ইউনিয়নের কাপসন্ডা বাজারে খাজরা ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন।

কমিটি গঠনের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ বা কোনো গ্রুপিং নয়, দলের প্রতি যাদের নিবেদন ও দীর্ঘদিনের অবদান রয়েছে তাদের অগ্রাধিকার দিতে হবে। তৃণমূলের প্রকৃত কর্মীরাই বিএনপির প্রাণ, তাদের অবমূল্যায়ন করলে সংগঠন দুর্বল হয়ে পড়বে।

জেলা বিএনপির সদস্য আছিফুর রহমান তুহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য হেদায়েতুল ইসলাম,জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবিদুর হক মুন্না, জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব এ্যাড. নুরুল আমিন, আশাশুনি উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ যুবদল ও ছাত্রদলের শীর্ষ স্থানীয় নেতারা।


সম্মেলনে ওয়ার্ড কমিটি পুনর্গঠন ও সম্মেলনে সর্বসম্মতিক্রমে ৯ টি ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন করা হয় এবং দলের শপথ বাক্য পাঠ করেন। দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী জাতীয় নির্বাচনে দলের অবস্থান শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,দলকে শক্তিশালী করতে হলে ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। কমিটি গঠনের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ বা কোনো গ্রুপিং নয়, দলের প্রতি যাদের নিবেদন ও দীর্ঘদিনের অবদান রয়েছে তাদের অগ্রাধিকার দিতে হবে। তৃণমূলের প্রকৃত কর্মীরাই বিএনপির প্রাণ, তাদের অবমূল্যায়ন করলে সংগঠন দুর্বল হয়ে পড়বে।

তিনি আরোও বলেন,এই ওয়ার্ড কমিটিই আগামী দিনে ইউনিয়ন, উপজেলা ও জেলা কমিটির ভিত্তি হবে। তাই যাদের হাতে দায়িত্ব যাবে, তারা যেন নেতাকর্মীদের পাশে থেকে দলের কর্মসূচি বাস্তবায়ন করেন এবং মানুষের মাঝে দলের ভাবমূর্তি উজ্জ্বল করেন। কোনো ধরনের বিভাজন,চাঁদাবাজ,সন্ত্রাসী ও সুযোগসন্ধানীদের জায়গা এই কমিটিতে হবে না।

এ সময় অন্যান্য বক্তারা বিএনপির আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সম্মেলনে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে করতালি ও স্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খাজরা ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান।

Check Also

সাতক্ষীরা সীমান্তে ১৪৬ বোতল ভারতীয় মদসহ ছয় লক্ষ টাকার মালামাল জব্দ

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥ সা তক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী …