॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥
জ লবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রক্ষরাজপুর বাজারে ইনতেফা কোম্পানির পক্ষ থেকে বিনামূল্যে গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।“জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে গাছ রোপনের বিকল্প নেই। আমাদের প্রত্যেকের উচিত প্রতি বছর অন্তত দুটি করে গাছের চারা রোপণ করা। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশকে রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দেয়।”
সোমবার (২৮ জুলাই) বিকেলে ব্রক্ষরাজপুর বাজারস্থ মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স-এর স্বত্বাধিকারী ও ইনতেফা কোম্পানির পরিবেশক প্রোঃ মোখলেছুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার কৃষি অফিসার মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুলিহর ইউনিয়নের কৃষি উপ-সহকারী কর্মকর্তা আসিফ পারভেজ, ব্রক্ষরাজপুর ইউনিয়নের কৃষি উপ-সহকারী কর্মকর্তা সুমন, ইনতেফা কোম্পানির এরিয়া ইনচার্জ নাজমুল হোসেন, সহকারী মার্কেটিং অফিসার হাফিজুর রহমান, মার্কেট প্রোমোটর অফিসার শহিদুল ইসলাম, আলমগীর কবীর, নাহিদ হাসান ও নাঈম।
এছাড়াও উপস্থিত ছিলেন মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স-এর ম্যানেজার শাহজাহান আলী লিটন, শামীম টেইলার্সের স্বত্বাধিকারী ও ব্রক্ষরাজপুর পেশাজীবী পরিষদের দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ লাভলু এবং প্রাণী চিকিৎসক হুমায়ুন কবীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে গাছ রোপনের বিকল্প নেই। আমাদের প্রত্যেকের উচিত প্রতি বছর অন্তত দুটি করে গাছের চারা রোপণ করা। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশকে রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দেয়।”
কৃষি অফিসাররা বলেন, “সাতক্ষীরার বিখ্যাত আম এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও জনপ্রিয়তা পেয়েছে। এই ফলনকে আরও বিস্তৃত করতে কৃষকদের পাশে থেকে পরামর্শ ও তথ্য সেবা প্রদান করে যাচ্ছি।”
ইনতেফা কোম্পানির এরিয়া ইনচার্জ নাজমুল হোসেন বলেন, “ইনতেফা কোম্পানি কৃষকের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের সব পণ্য কৃষিবান্ধব ও পরিবেশসম্মত।”
কর্মসূচির শেষ পর্যায়ে উপস্থিত কৃষকদের মাঝে মেহগনি ও আম গাছের চারা বিতরণ করা হয়। গাছ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।