Tuesday , 16 September 2025

রায়পুরায় সাঁড়াশি অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, দুই নারী আটক

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥

রসিংদীর রায়পুরায় পুলিশের সাঁড়াশি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী সোহেল মিয়ার সহযোগী দুই নারীকে আটক ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ।

 

উদ্ধারকৃত অস্ত্রগুলো সম্প্রতি গ্রেফতার হওয়া শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়ার বলে জানান তারা। বর্তমানে এলাকার পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

সোমবার দুপুরে রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, ২৭ জুলাই (রবিবার) দিনব্যাপী শ্রীনগর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় রায়পুরা থানার ওসি মো. আদিল মাহমুদের নেতৃত্বে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। এ সময় একটি চায়না রাইফেল, একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, ১৪টি খালি খোসা, একটি রামদা, একটি লোহার পাইপ ও একটি শীতলপাটি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ফিরোজা বেগম (৪৫) ও রাজিয়া খাতুন (৫০)।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্রগুলো সম্প্রতি গ্রেফতার হওয়া শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়ার বলে জানান তারা। বর্তমানে এলাকার পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সোহেলের সহযোগীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

Check Also

বেলকুচিতে বেলকুচি থানা অফিসার ইনচার্জ এর উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গা পূজা ২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

॥ আশিকুর রহমান, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ ম ঙ্গলবার সকাল ১১টায় বেলকুচি থানার প্রাঙ্গণে বেলকুচি থানার …