Saturday , 1 November 2025

বেলকুচি থানার গোল ঘরের জন্য চেয়ার প্রদান করলেন বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার সভাপতি

॥ আশিকুর রহমান জুয়েল,  বেলকুচি  (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের বেলকুচি উপজেলা থানায় বিভিন্ন ধরনের ভুক্তভোগীগণ আইন সহায়তা নেওয়ার জন্য ও বেলকুচি থানায় আসেন। থানা চত্বরে সেবা নিতে আসা সেবা প্রার্থীরা অনেক সময় ঝড় বৃষ্টি বা অত্যাধিক তাপমাত্রার বিপাকে পড়ে যায়। তখন থানার গোল ঘরটি হয়ে ওঠে একমাত্র আশ্রয়স্থল। কিন্তু সেখানে সেবা প্রার্থীদের জন্য নেই পর্যাপ্ত বসার ব্যবস্থা। এই ব্যাপারটা লক্ষ্য করেন বাংলাদেশ প্রেস বেলকুচি শাখার সভাপতি কেরামত আলী তালুকদার।

 

উল্লেখযোগ্য যে অনেক সময়ই সেবা প্রার্থীদের ঝড় বৃষ্টি থেকে রক্ষার জন্য থানা চত্বরে একটি গোল ঘর নির্মাণ করেন বেলকুচি উপজেলা  প্রশাসন। জুলাই ছাত্র জনতার আন্দোলনে থানার গোল ঘরের সেবা প্রার্থীদের বসার জন্য রাখা সব চেয়ার  আসবাবপত্র ভাংচুর করেন আন্দোলন কারীরা।

সেবা নিতে আসা মানুষেরা যেন সুন্দর ভাবে বসতে পারেন এজন্য তিনি এই বিষয়টি লক্ষ্য করে সেখানকার জন্য কিছু চেয়ারের ব্যবস্থা করে উপহার হিসেবে বেলকুচি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার হাতে তুলে দেন কিছু চেয়ার।

উল্লেখযোগ্য যে অনেক সময়ই সেবা প্রার্থীদের ঝড় বৃষ্টি থেকে রক্ষার জন্য থানা চত্বরে একটি গোল ঘর নির্মাণ করেন বেলকুচি উপজেলা  প্রশাসন। জুলাই ছাত্র জনতার আন্দোলনে থানার গোল ঘরের সেবা প্রার্থীদের বসার জন্য রাখা সব চেয়ার  আসবাবপত্র ভাংচুর করেন আন্দোলন কারীরা। থানায় আগত বিভিন্ন ধরনের ভুক্তভোগীগণের বসার চেয়ার স্বল্পতা থাকায় (২৮ জুলাই সোমবার) বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি কেরামত আলী তালুকদার বেলকুচি থানার গোল ঘরের সেবা প্রার্থীদের বসার জন্য কিছু সংখ্যক চেয়ার প্রদান করেন।

Check Also

জমি নিয়ে বিরোধের জেরে চাচা হাতে ভাতিজা খুন

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ ন রসিংদীর রায়পুরায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচার …