Friday , 15 August 2025

সীমান্তে মানব পাচার প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

॥ মনিরুজ্জামান মনি,  সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥

সী মান্তবর্তী এলাকায় মানব পাচার প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর উদ্যোগে বিশেষ মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ বৈকারী বিওপি কর্তৃক ছয়ঘরিয়া এলাকায় এবং কালিয়ানী বিওপি কর্তৃক কাথন্ডা বাজার এলাকায় এ সভাসমূহ আয়োজন করা হয়। বৈকারী বিওপি এলাকায় সভা অনুষ্ঠিত হয় বিকাল ৫টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত এবং কালিয়ানী বিওপি এলাকায় সভা চলে বিকাল ৫টা ৩০ মিনিট থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত।

তাঁরা বলেন, “মানব পাচার একটি বৈশ্বিক সমস্যা হলেও সীমান্তবর্তী অঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি। দারিদ্র্য, সচেতনতার অভাব, জলবায়ু পরিবর্তনের কারণে পেশা হারানো মানুষ পাচারকারীদের সহজ টার্গেটে পরিণত হয়। নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে।”

সভায় কোম্পানী ও বিওপি কমান্ডারগণ মানব পাচারের ভয়াবহতা, এর কারণ এবং কিভাবে এ সমস্যা প্রতিরোধ করা যায়, সে বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন। তাঁরা বলেন, “মানব পাচার একটি বৈশ্বিক সমস্যা হলেও সীমান্তবর্তী অঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি। দারিদ্র্য, সচেতনতার অভাব, জলবায়ু পরিবর্তনের কারণে পেশা হারানো মানুষ পাচারকারীদের সহজ টার্গেটে পরিণত হয়। নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে।”

বিজিবি মানব পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বলে জানান কমান্ডারগণ। সভায় বিজিবির মানব পাচার ও মাদক প্রতিরোধে চলমান সাফল্যের চিত্র তুলে ধরা হয় এবং এ কাজে জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

স্থানীয় জনসাধারণ বিজিবির নিরলস কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান। তাঁরা বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে সীমান্তবাসীর সহযোগিতা ও ইতিবাচক মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাগুলোর মাধ্যমে সীমান্তে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা জোরদার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিজিবির এমন উদ্যোগ সীমান্ত অঞ্চলের মানুষদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Check Also

মোংলায় মাদকের খুচরা ও পাইকারী বিক্রেতা কারা?

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লায় অবাধে চলছে মাদক ব্যবসা। আর এসব …