Saturday , 2 August 2025

প্রাণ দিয়ে হলেও আমাদের মোংলা রামপাল সহ ৪টি আসন রক্ষা করবো

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

বাং লাদেশ জামায়াত ইসলামী মোংলা পৌর শাখার সেক্রেটারি এ্যাডভোকেট মো: হোসেন বলেছেন, বাগেরহাট এমনিতেই অবহেলিত শহর। এরপর যদি একটি আসন কমে যায়, তাহলে উন্নয়নের ধারা আরও ব্যাহত হবে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত ভুল। চারটি আসন থাকা অবস্থাতেও উন্নয়ন হয়নি, আর একটি আসন কমে গেলে দুর্ভোগ আরও বাড়বে। সুন্দরবনের মতো বিশ্ব ঐতিহ্যের জেলা বাগেরহাটে আসন কমানোর মাধ্যমে ষড়যন্ত্র চলছে। আমরা এর প্রতিবাদ করছি ও কঠোর কর্মসূচির হুমকি দিচ্ছি। জান প্রাণ দিয়ে হলেও আমাদের জন্মভূমি আমরা রক্ষা করবো।

 

 সেই জেলাকে দুর্বল করতে ইসি একটি পরিকল্পিত ষড়যন্ত্র করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করছি। প্রাণ দিয়ে হলেও আন্দোলনের মাধ্যমে বাগেরহাটের ৪টি সংসদীয় আসন ধরে রাখা হবে।

শনিবার (২ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর শাখার আয়োজনে বাগেরহাট সংসদীয় আসন-৩ (রামপাল-মোংলা) পূনর্বহালের দাবীতে এক মানববন্ধন এসব কথা বলেন তিনি।

তিনি আরো বরেন, ১৯৮৪ সাল থেকে বাগেরহাটে চারটি আসন ছিল, হঠাৎ করে তা তিনটি করা একটি অবমাননাকর সিদ্ধান্ত। মোংলা বন্দর, দুটি বিশ্বঐতিহ্য সুন্দরবন ও ষাটগুম্বুজ মসজিদ যেখানে রয়েছে, সেই জেলাকে দুর্বল করতে ইসি একটি পরিকল্পিত ষড়যন্ত্র করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করছি। প্রাণ দিয়ে হলেও আন্দোলনের মাধ্যমে বাগেরহাটের ৪টি সংসদীয় আসন ধরে রাখা হবে।

এসময় উপস্থিত ছিলেন, মোংলা পৌর জামায়াতে নায়েবে আমির মাও: মনিরুজ্জামান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাও: ওমর ফারুক, মোঃ আবিদ হাসান, পৌর ৬নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি মাও: আব্দুর রহমান, ৮নং ওয়ার্ড সভাপতি আনিছুর রহমানসহ প্রমূখ।

Check Also

আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে শ্যামনগরে জামায়াতের মানববন্ধন

॥ নূরুন্নবী ইমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ জা তীয় সংসদের সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনের সীমানা …