Monday , 3 November 2025

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্হায়ী ক্যাম্পাসের দাবীতে মহা সড়ক অবরোধ।

॥ মনিরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

স্থা য়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আবারও ঢাকা পাবনা-মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (৩ আগস্ট) সকাল ১০টায় সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ কর্মসূচি চলছে। এতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়েছে।

 

নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৎসামান্য অঙ্কের ডিপিপি অনুমোদন না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি, হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে আসছেন।

এদিকে মহাসড়ক অবরোধ করায় পাবনার সঙ্গে ঢাকাসহ উত্তর-পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। শত শত যানবাহন উভয় পাশে দাঁড়িয়ে রয়েছে। চরম দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ।

অবরোধকারী শিক্ষার্থী জাকারিয়া, রায়হান, হৃদয় সরকার ও সুজানা বলেন, আট বছর ধরে ভাড়া করা ভবনে নানা দুর্ভোগের মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের। সাত দফায় ডিপিপি সংশোধন করে ৯ হাজার ২৩৪ কোটি টাকার প্রকল্প প্রায় ৯৩ দশমিক ৫০ শতাংশ ব্যয় কমিয়ে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকায় নামিয়ে আনার পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্পটি একনেক সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত হয়নি। বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টির প্রতি অবিচার করা হয়েছে। আমরা বারবার আন্দোলন করার পরও শুধু আশ্বস্তই করা হয়েছে। স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ফিরব না।

নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৎসামান্য অঙ্কের ডিপিপি অনুমোদন না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি, হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে আসছেন। গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ডিপিপির দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

Check Also

সিরাজগঞ্জ মতিন সাহেবের ঘাটে ছোঁয়া মনি” ডকইয়ার্ড ” এর শুভ উদ্বোধন করলেন হাজী মো: আব্দুস সাত্তার

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ সি রাজগঞ্জ যমুনার বুকে মালামাল বহনকারী ভারী ড্রেজার সহ বিশাল …