Thursday , 1 January 2026
( পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়)

পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মাধ্যমিক ও কলেজ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি-২০২৫ পালন উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জুলাই বিপ্লব ও সাধারণ জ্ঞানের উপর কুইজ প্রতিযোগিতা এবং গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার সময় পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর জুলাই শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বক্তব্য রাখেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ আলিমুজ্জামান। অনুষ্ঠান উপস্থাপনা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম।

অনুষ্ঠানে মাধ্যমিক ও কলেজ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি-২০২৫ পালন উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জুলাই বিপ্লব ও সাধারণ জ্ঞানের উপর কুইজ প্রতিযোগিতা এবং গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন, পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পৃথ্বীজ কুমার দাস, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Check Also

সিরাজগঞ্জের কাজিপুরে অবৈধভাবে মজুদ সার জব্দ করে জরিমানা

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের কাজিপুর গোডাউনে অবৈধভাবে মজুদ রাখার দায়ে সার …