Friday , 15 August 2025

হাতিয়ায় বীর মুক্তিযোদ্ধা দিদারুল ইসলাম খাঁন কে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদনের পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

॥  আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

নো য়াখালীর হাতিয়া উপজেলার সম্ভ্রান্ত ও প্রথিতযশা ব্যক্তিত্ব চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম খাঁন সাহেব ছৈয়দ আহম্মদ মিয়ার নাতী এবং চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মাছুদুল হক খান খোকা মিয়ার চতুর্থ ছেলে হাতিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও পৌরসভা ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা দিদারুল ইসলাম খান ওরফে টুনু ডাক্তার (৭৫) বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

মরহুমের জানাজা নামাজ শনিবার সকালে ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে এবং বীর মুক্তিযোদ্ধা কে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদনের পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত্যু কালে তিনি দুই স্ত্রী , নয় ছেলে মেয়ে সহ বহু আত্বীয় স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ শনিবার সকালে ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে এবং বীর মুক্তিযোদ্ধা কে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদনের পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা মরহুম দিদারুল ইসলাম খাঁন এর রাষ্ট্রীয় মর্যাদার শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মং এছেন, হাতিয়া থানা ওসি তদন্ত আনিছুররহমান. বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বাবুলাল চন্দ্র দাস, এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বীর মুক্তিযোদ্ধাগণসহ পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়-স্বজন ও এলাকার মুসল্লিয়ানবৃন্দ।

Check Also

মোংলায় মাদকের খুচরা ও পাইকারী বিক্রেতা কারা?

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লায় অবাধে চলছে মাদক ব্যবসা। আর এসব …