Friday , 15 August 2025

সিরাজগঞ্জ শাহজাদপুর বাঘাবাড়ী ভয়াবহ সড়ক দুর্ঘটনা বাস সিএনজি সংঘর্ষে নিহত ৭, আহত অন্তত ২৬

॥ মোঃ মনিরুল ইসলাম, শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি এলাকায় আজ শনিবার দুপুরে বগুড়া নগর বাড়ী মহা সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৭ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৬ জন।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটির গতি ছিল অত্যন্ত বেশি। হঠাৎ ব্রেকফেল হয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ঘটনাস্থলেই চারটি সিএনজি দুমড়ে-মুচড়ে যায়।

পাবনা থেকে ছেড়ে আসা সরকার ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস বাঘাবাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ ব্রেকফেল হয়ে নিয়ন্ত্রণ হারায়। দ্রুতগামী বাসটি একের পর এক চারটি সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ৭ জন মারা যান। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটির গতি ছিল অত্যন্ত বেশি। হঠাৎ ব্রেকফেল হয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ঘটনাস্থলেই চারটি সিএনজি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Check Also

মোংলায় মাদকের খুচরা ও পাইকারী বিক্রেতা কারা?

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লায় অবাধে চলছে মাদক ব্যবসা। আর এসব …