Friday , 3 October 2025

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে দিনাজপুরে(বিপিজেএফ)এর মানববন্ধন।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥

গা জীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের পেশাগত ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর সদস্যবৃন্দরা।

 

সাংবাদিক তুহিনকে নির্মম হত্যা কাণ্ডের ঘটনা দেশের গণমাধ্যমকর্মীদের জন্য বড় হুমকি, অবিলম্বে হত্যাকারীদের আইনের সর্বোচ্চ শাস্তির দাবি জানান

সারাদেশের ন্যায় রবিবার ১০ আগস্ট সকাল ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) দিনাজপুর জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম।

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ আব্দুল হাফিজ সহ বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর সদস্যবৃন্দরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে নির্মম হত্যা কাণ্ডের ঘটনা দেশের গণমাধ্যমকর্মীদের জন্য বড় হুমকি, অবিলম্বে হত্যাকারীদের আইনের সর্বোচ্চ শাস্তির দাবি জানান এবং পেশাগত দায়িত্ব পালনের সময় দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর আহ্বান জানান।

Check Also

জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূজামণ্ডপ পরিদর্শন।

॥  আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ …