॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
র বিবার ১০ আগস্ট ২০২৫ দিনব্যাপী সিরাজগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড জানপুর কাটাখালি খালের পাড়ের পরিবেশগত সমস্যা, সমাধান, এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কিত সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত হয় ।
এই Demonstration প্রকল্পর আওতায় সমস্যা ও সমাধান অংশগ্রহণমূলক কর্মশালার মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। এই সমাধানগুলি প্রকৃতিভিত্তিক সমাধান এবং ডিজিটাল সমাধান হিসেবে বেছে নেওয়া হয়েছে।
উক্ত কর্মশালায় জানপুর এলাকার স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটের মাধ্যমে ইউএলএল কার্যকরী টিম গঠন করে চিহ্নিত সমস্যার প্রকৃতি নির্ভর ও ডিজিটাল সমাধান বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণের কলাকৌশল সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । জার্মান ডেভেলপমেন্ট কো- অপারেশন এর GDC আওতায় জি আই জেড( GIZ) কর্তৃক বাস্তবায়নাধীন সবার জন্য বাসযোগ্য ও অন্তর্ভুক্ত মূলক শহর ( LICA) গঠনের জন্য সিরাজগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের জানপুর এলাকায় আরবান লিভিং ল্যাব ( ULL) বাস্তবায়িত হচ্ছে ।
এই Demonstration প্রকল্পর আওতায় সমস্যা ও সমাধান অংশগ্রহণমূলক কর্মশালার মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। এই সমাধানগুলি প্রকৃতিভিত্তিক সমাধান এবং ডিজিটাল সমাধান হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই সমাধানগুলি বাস্তবায়নের জন্য একটি(ULL) কো অর্ডিনেশন টিম ১৫ সদস্য বিশিষ্ট এবং ভলেন্টিয়ার টিম গঠন করা হয়েছে ।
আজকের এই কর্মশালা সফলভাবে বাস্তবায়িত হলে সিরাজগঞ্জ জেলার মধ্যে রোল মডেল হয়ে থাকবে আজকের এই কর্মকাণ্ড গুলি। উক্ত কর্মশালাটি সঞ্চালনায় ছিলেন শহর পরিকল্পনাবিদ আনিসুর রহমান এবং সমগ্র সেশন পরিচালনা করেছেন জনাব ওয়াকিমুল শাকিল( সিটি কো-অর্ডিনেটর , IUCN)।
অনুষ্ঠান উদ্বোধন করেন সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য পৌর নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জনাব গণপতি রায়, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব হারুন অর রশিদ খান হাসান,ডাঃ এ, কে, এম, ফরহাদ হোসাইন, এক্সএন নূরনবী সরকার, টাউন প্লানার আনিসুর রহমান, মোঃ শফিকুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিরাজগঞ্জ সরকারি কলেজ, মোঃ সাজেদুল ইসলাম প্রধান শিক্ষক ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, এসডিও শাহ আলম, শাহনাজ শারমিন প্রজেক্ট ম্যানেজার, সজীব সরকার ছাত্র প্রতিনিধি, উম্মে সালমা প্রভাষক, এবং জনাব মোঃ আখতারুজ্জামান রানা (প্রকল্প উপদেষ্টা, লাইকা), রাহাতুল ইসলাম প্রমূখ। এছাড়াও জানপুরবাসি ,এনজিও প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিনিধি, সরকারি বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।