॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥
দি নাজপুর জেলায় জুন ২০২৫ ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের জুন- ২০২৫ এর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২ আগস্ট দিনাজপুর পুলিশ লাইন্স হল রুমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে জুন ২০২৫ এর নিয়োগের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সহিত সৎ ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
নিয়োগ সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন দিনাজপুর জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন। জুন ২০২৫ এর নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগদের ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন এবং সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সহিত সৎ ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
এ সময় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগে নিযুক্ত বোর্ড সদস্যগণ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।