Wednesday , 13 August 2025

দিনাজপুরে জুন ২০২৫ ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥

দি নাজপুর জেলায় জুন ২০২৫ ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের জুন- ২০২৫ এর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২ আগস্ট দিনাজপুর পুলিশ লাইন্স হল রুমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে জুন ২০২৫ এর নিয়োগের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

 

 সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সহিত সৎ ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

নিয়োগ সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন দিনাজপুর জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন। জুন ২০২৫ এর নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগদের ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন এবং সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সহিত সৎ ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

এ সময় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগে নিযুক্ত বোর্ড সদস্যগণ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Check Also

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেলপথ অবরোধ, উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা রেল যোগাযোগ বন্ধ

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়ায় স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেলপথ অবরোধ করেছেন …