॥ এম আরিফুল ইসলাম, সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটিতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়। শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকাল ১০টায় আদিবাসী পাড়ার তাপস চন্দ্র মুড়ারীর বাসা থেকে র্যালিটি যাত্রা শুরু করে।
“শ্রীকৃষ্ণ ছিলেন সত্য, ধর্ম ও ন্যায়ের প্রতীক। তাঁর জীবনাদর্শ আমাদের জীবনে আলো ছড়ায়। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা আমরা কৃষ্ণের জীবন থেকে পাই।”
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষিকা সানজিতা রানীর নেতৃত্বে আয়োজিত এই র্যালিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আনন্দঘন পরিবেশে শোভাযাত্রাটি সুতাহাটি, চৈত্রহাটি, মাহমুদপুর ও উনুখাঁ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে দুপুর ১টার দিকে চৈত্রহাটি শ্রীশ্রী জগদিশ্বরী মাতা মন্দির প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।
পরে মন্দির প্রাঙ্গণে ভক্তরা ভজন, কীর্তন ও প্রার্থনায় অংশ নেন। সর্বত্র ছিল উৎসবের আমেজ ও ধর্মীয় উচ্ছ্বাস।
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে শিক্ষিকা সানজিতা রানী বলেন, “শ্রীকৃষ্ণ ছিলেন সত্য, ধর্ম ও ন্যায়ের প্রতীক। তাঁর জীবনাদর্শ আমাদের জীবনে আলো ছড়ায়। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা আমরা কৃষ্ণের জীবন থেকে পাই।”
চৈত্রহাটি শ্রীশ্রী জগদিশ্বরী মাতা মন্দিরের সহসভাপতি শ্রী হৃদয় মুরারি বলেন, “জন্মাষ্টমী শুধু ভক্তির উৎসব নয়, এটি ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিকতার শিক্ষা দেয়।”
স্থানীয়রা জানান, প্রতিবছর জন্মাষ্টমী উপলক্ষে এ ধরনের আয়োজন তাদের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও আনন্দ ছড়িয়ে দেয়।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল