॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
সি রাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ইটালি গ্রামবাসীর বিুরদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গ্রামবাসী।
তবে এই ধরনের কোন রায় বা সিদ্ধান্ত নেই ঐ গ্রামে। তার বাড়িতে বেড়াও দেওয়া হয়নি। তিনি জমি নিয়ে বিরোধ থেকে রক্ষা পেতে গ্রামবাসীর বিরুদ্ধে এই মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। আমরা মিথ্যা সংবাদের প্রতিবাদ জানাই পাশাপাশি ঐ দুর্ণিতীবাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে দাবি জানান গ্রামবাসী।
শনিবার দুপুরে ইটালিগ্রামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইটালী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী তাইনূস ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইটালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম সেখ, বীর মুক্তিযোদ্ধা গাজী আনোয়ার হোসেন সরকার, ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম খানসহ প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তরা বলেন ইটালি গ্রামের খায়রুজ্জামান ওরফে কামরুজ্জামান ৪০ বছর আগে নদীভাঙ্গনে বাড়ি হারিয়ে মামার বাড়িতে এসে বাড়িঘড় নির্মান করেন। এর পর থেকে একে একে নানা অনিয়ম দুর্ণিতী করতে শুরু করেন। তার অনিয়ম দুর্ণিতীর বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সময় শালিসি বৈঠক আহবান করা হলেও সারা দেননি খায়রুজ্জামান।
গ্রামের মানুষের সাথে বিভিন্ন কারনে তার বিরোধ রয়েছে। সম্প্রতি নিজের মামার সাথে জমি নিয়ে বিরোধ দেখা দেয় কামরুজ্জামান ওরফে খায়রুজ্জামানের এই বিষয় নিয়েও গ্রাম্য সালিশ হলে তিনি সেই রায় না মেনে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। এর পর গণমাধ্যমে তাকে একঘড়ে করা হয়েছে বলে বক্তব্যদেন। এসময় তিনি বলেন গ্রাম্য মুরব্বিরা তাকে একঘরে করেছে বাড়ির চারিদিকে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
তার সাথে গ্রামের কেও কথা বললে ৫ হাজার টাকা জরিমানা করা হবে বলে অভিযোগ করেন। তবে এই ধরনের কোন রায় বা সিদ্ধান্ত নেই ঐ গ্রামে। তার বাড়িতে বেড়াও দেওয়া হয়নি। তিনি জমি নিয়ে বিরোধ থেকে রক্ষা পেতে গ্রামবাসীর বিরুদ্ধে এই মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। আমরা মিথ্যা সংবাদের প্রতিবাদ জানাই পাশাপাশি ঐ দুর্ণিতীবাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে দাবি জানান গ্রামবাসী।