Sunday , 17 August 2025

সাতক্ষীরার লাবসায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

॥ মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা প্রতিনিধি ॥

গবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে সাতক্ষীরার লাবসায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে আয়োজিত হয়েছে ধর্মীয় আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা।

বক্তব্যে আব্দুল আলিম বলেন,“ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আমাদের মধ্যে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে অনুপ্রেরণা দেয়। আমি সবসময় লাবসা ইউনিয়নের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো।

শনিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার লাবসা ইউনিয়নের বিনেরপোতা শ্মশানঘাট মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম। সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক দিবস চন্দ্র রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্যানেল চেয়ারম্যান বিশ্বনাথ মণ্ডল, ইউপি সদস্য নজিবুল ইসলাম টুটুল, অধ্যাপক অমিত চক্রবর্তী, সুরেন্দ্রনাথ বিশ্বাস, সদস্য সচিব অসীম কর্মকার, রনজিত ঘোষ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রনজিত ঘোষ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আলিম বলেন,“ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আমাদের মধ্যে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে অনুপ্রেরণা দেয়। আমি সবসময় লাবসা ইউনিয়নের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা যেন মিলেমিশে বসবাস করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”

সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিনেরপোতা শ্মশানঘাট মন্দির থেকে শুরু হয়ে মাগুরা দাস পাড়া মন্দিরে গিয়ে শেষ হয়। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ স্থানীয় শত শত মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, যা উৎসবটিকে এক প্রাণবন্ত ও সম্প্রীতিময় রূপ দেয়।

আয়োজকেরা জানান, এই আয়োজন শুধুমাত্র ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি এলাকার সামাজিক বন্ধন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতীক হয়ে উঠেছে।

Check Also

পাংশায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে সামারি ট্রায়াল অনুষ্ঠিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ রা জবাড়ী জেলার পাংশা উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে …