Sunday , 17 August 2025

বিচার সংস্কার ও নির্বাচন একসাথে চলতে হবে ফুলবাড়ীতে গণসংহতি আন্দোলনের সংলাপে।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥

রিবর্তন সম্ভব-পরিবর্তন চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে,বিচার সংস্কার ও নির্বাচন একসাথে চলতে হবে দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে গণসংহতি আন্দোলনের সংলাপ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

তিনি আরও বলেন ব্রিটিশ ঔপনিবেশিক আন্দোলন থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থান পর্যন্ত তরুণ ও শিক্ষার্থীরা নিজেদের রক্ত দিয়ে যে ইতিহাস সৃষ্টি করেছে সেই ইতিহাস আমরা ভুলবো না ভুলতে পারি না। তিনি অভিযোগ করে বলেন ৫৪ বছর ধরে রাজনৈতিক দলগুলো সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার বুলি আওড়ালেও তা বাস্তবায়ন হয়নি।

শনিবার ১৬ই আগষ্ট ফুলবাড়ী গোলাম মোস্তফা জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, অধিকার ও মর্যাদার বাংলাদেশ,জনগণের বাংলাদেশ করার লক্ষ্যে গণসংহতি আন্দোলনের সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপ ও পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি,তিনি সংলাপ অনুষ্ঠানের বক্তব্যে বলেন সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিলেন এবং সেই লক্ষ্যে তিনি এগিয়েছিলেন।

বিগত ১৬-১৭ টি বছর জনগণকে অধিকার হতে বঞ্চিত করেছেন তিনি বলেছিলেন শেখ হাসিনা পালায় না কিন্তু সেই বক্তব্যের দু’দিনের মধ্যে ছাত্র জনতার আন্দোলনে তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। জুনায়েদ সাকি তরুণদের উদ্দেশ্য করে আরও বলেন এই বিরাট অর্জন যাতে আবার বেহাত না হয় সেজন্য তরুণদেরকে পাহারাদারের ভূমিকায় থাকতে হবে।

তিনি আরও বলেন ব্রিটিশ ঔপনিবেশিক আন্দোলন থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থান পর্যন্ত তরুণ ও শিক্ষার্থীরা নিজেদের রক্ত দিয়ে যে ইতিহাস সৃষ্টি করেছে সেই ইতিহাস আমরা ভুলবো না ভুলতে পারি না। তিনি অভিযোগ করে বলেন ৫৪ বছর ধরে রাজনৈতিক দলগুলো সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার বুলি আওড়ালেও তা বাস্তবায়ন হয়নি। কোটা আন্দোলনে পুলিশ দিয়ে গুলি করে আবু সাঈদকে হত্যা করা হয়েছে বিগত ১৫ বছর ধরে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে গুম খুন ও ত্রাস সৃষ্টি করে সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল।

গণসংহতি আন্দোলনের এই নেতা অন্তর্বর্তী সরকারকে জনগণের শক্তির ওপর ভর করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন।
দেশে মব সন্ত্রাস চলছে এবং খুনিরা মাথা উঁচু করার চেষ্টা করছে জুলাই আন্দোলনে শহীদদের পরিবার বারবার বিচারের দাবি জানালেও কোনো বিচার হচ্ছে না।

যদি এখন ঘরে ফিরে যায় তাহলে আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গণসংহতি আন্দোলনের ফুলবাড়ী শাখার আহ্বায়ক মাহমুদ হাসান বাবুর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল মোত্তালিব পাপ্পু’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাচ্চু ভূঁইয়া, সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, অ্যাডভোকেট সুলতান মাহমুদ শিশির, নাজার আহমেদ, সাকিরুল ইসলাম শাকি এবং মোহাম্মদ হৃদয় হাসান স্বাধীন।

Check Also

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর, ব্রহ্মরাজপুর, বাশদাহা ইউনিয়নে কৃষক দলের ভুয়া কমিটি জমা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

॥ মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা প্রতিনিধি ॥ র বিবার ১৭আগস্ট সকাল ১০টায় সাতক্ষীরা সদর …