Sunday , 17 August 2025

দেশী গ্রাম” ছাদেক আলীর, রেজিস্ট্রি করা জমি অবৈধ ভাবে ভোগ করছে লতিফ

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

ভু ক্তভুগী ছাদেক আলীর তাড়াশ থানার অভিযোগ সূত্রের বিবরণে জানা যায়,
সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার ৮ নং দেশী গ্রাম ইউপির দেশী গ্রামের স্থায়ী বাসিন্দা মোঃ ছাদেক আলী (৬০) পিতা মৃত শুকুর আলী, তার খাজনা খারিজ করা দেশী গ্রাম মৌজায় জে এল নং ৩৪, খতিয়ান নং ৭৭-৭৪-৩০১-২৬২-৫৭- দাগ নং ৪৫৮ জমির পরিমাণ ৭৫ শতাংশ এই জমির আনুমানিক ৪ শতাংশ জমি জবরদস্তি করে অবৈধভাবে ভোগ দখল করে আসছে এবং উক্ত জায়গায় ছয়টি ইউ কালেক্টটাচ গাছ বিক্রি করেছে সেখানকার বাসিন্দা মোঃ আব্দুল লতিফ (৫০) পিতা মৃত কদম আলী ।

 

জমিতে গেলে আমাকে মারার হুমকি ধামকি ও প্রাণনাশের হুমকি দেয় । এছাড়াও আমাকে বেশ কিছুদিন হল বিভিন্ন মামলায় জোড়ানোর ভয় দেখানো হচ্ছে।

গাছের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা । এছাড়াও একটি তালগাছ বিক্রির উদ্যোগ নিয়েছে। উক্ত জমির বিষয়ে স্থানীয় চেয়ারম্যান এবং গণ্যমান্য ও ওয়ার্ড মেম্বারদের নিয়ে একাধিক বিচার করে দুইবার আমিন নিয়ে মাপা হলে উক্ত চার শতক জমি ছাদেক আলী পেয়েছে মর্মে সিমেন্টের খোঁটা গেড়ে সীমানা নির্ধারণ করে দিলে , বিবাদী আব্দুল লতিফ বলে আমি এ বিচার মানি না, ফলে এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান কে অবহিত করা হলে, তিনি বলেন, তাহলে আপনারা আপনাদের মত প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এখন এই বিষয় নিয়ে অত্র এলাকায় চরম বিশৃঙ্খলা বিরাজ করছে।

তাড়াশ থানায় অভিযোগ করা হয়েছে। এই বিষয়ে দেশী গ্রাম ইউনিয়নের দায়িত্বে থাকা অমল দারোগা বলেন, আমি বিষয়টি মিটানোর যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভুক্তভুগী ছাদেক আলী বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে সালিশী দরবারে সরে জমিনে আমিন নিয়ে মাপজোক করে আমার পক্ষে রায় প্রদান করা সত্ত্বেও উক্ত বিবাদী আব্দুল লতিফ , বুলি খাতুন, লতা খাতুন, গং আমার জায়গার সিমেন্টের সীমানা পিলার তুলে ফেলে দেয় এবং আমার জায়গা দখল ছাড়ছে না ।

জমিতে গেলে আমাকে মারার হুমকি ধামকি ও প্রাণনাশের হুমকি দেয় । এছাড়াও আমাকে বেশ কিছুদিন হল বিভিন্ন মামলায় জোড়ানোর ভয় দেখানো হচ্ছে। এমতাবস্থায় উপরোক্ত বিষয়টির ন্যায় বিচার এবং আমার নিজের সেফটির জন্য তাড়াশ থানায় অবহিত করা হয়েছে । উক্ত বিষয় বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হলো।

Check Also

পাংশায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে সামারি ট্রায়াল অনুষ্ঠিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ রা জবাড়ী জেলার পাংশা উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে …