Monday , 18 August 2025

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥

ভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলার মৎস্যচাষী ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে উপজেলার মৎস্যচাষীরা মাছ চাষে বিশেষ ভুমিকা রাখায় চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার ১৮ আগস্ট সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে উপজেলার সকল মৎস্যচাষীদের উপস্থিতিতে একটি র‌্যালী বের করে উপজেলা পরিষদের পুকুরে এসে মাছের পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে ১৮আগস্ট ২০২৪ হতে ১৮ আগস্ট ২০২৫ অর্থবছরের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী তিনি উপজেলার সকল মৎসজীবিদের মাছ চাষের পদ্ধতি সহ নানা দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ রাশেদা আক্তার,প্রানি সম্পদ কর্মকর্তা সারোয়ার হোসেন,আনসার ভিডিপি কর্মকর্তা রিতা রায় বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল,ফুলবাড়ী উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবিউল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, এনসিপি ফুলবাড়ী উপজেলা শাখার সমন্বয়ক ইমরান চৌধুরী নিশাদ সহ উপজেলার মৎস্যচাষী ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে উপজেলার মৎস্যচাষীরা মাছ চাষে বিশেষ ভুমিকা রাখায় চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Check Also

হাতিয়ায় উপজেলা ছাত্রদলের আহবায়কের বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ

॥  নিজস্ব প্রতিবেদক ॥ নো য়াখালীর হাতিয়ায় উপজেলা ছাত্রদলের আহবায়কের বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে দোকানঘর …