Tuesday , 19 August 2025

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি, প্রাণ সায়ের খালের পাড় সবুজে সজ্জিত

॥ মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা প্রতিনিধি ॥

রিবেশ সুরক্ষায় অঙ্গীকার নিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৮টায় সাতক্ষীরা শহরের প্রাণ সায়ের খালের পাড়ে অনুষ্ঠিত হয়।

“পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। আমরা শুধু রাজনৈতিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ নই, বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনগণের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি প্রতিফলন।”

এই কর্মসূচিতে ১০০টি বিভিন্ন প্রকার ফলদ ও ঔষধি গাছ রোপণ করা হয়। এটি ছিল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ।

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক ও সংগ্রামী সদস্য সচিবের নেতৃত্বে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, রুহুল আমিন পার, আসাদুজ্জামান খোকা, মহসিন আলম, এবং তানভীর । এছাড়াও সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সদস্য সচিব সেলিমুজ্জামান সেলিমসহ স্থানীয় শীর্ষস্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ এই মহতী উদ্যোগে শামিল হন।

নেতৃবৃন্দ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। আমরা শুধু রাজনৈতিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ নই, বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনগণের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি প্রতিফলন।” তারা আরও বলেন, এই ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতনতায় উৎসাহিত করবে। রোপণ করা গাছগুলো ভবিষ্যতে ফল ও ঔষধি গুণ দিয়ে এলাকার মানুষকে উপকৃত করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

স্বেচ্ছাসেবক দলের এই উদ্যোগকে স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, শহরের প্রাণকেন্দ্রে এমন একটি কর্মসূচি পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং অক্সিজেন সরবরাহ বাড়াতে সাহায্য করবে।

কর্মসূচি সফল করতে দলের সকল স্তরের নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম ছিল চোখে পড়ার মতো। তারা জানান, ভবিষ্যতে সাতক্ষীরাকে আরও সবুজ ও সুন্দর করতে তারা এ ধরনের আরও বিভিন্ন কর্মসূচি হাতে নেবেন। এই কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছাসেবক দল তাদের সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Check Also

পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ রা জবাড়ী জেলার পাংশা উপজেলায় সোমবার (১৮ আগস্ট) …