Tuesday , 19 August 2025

পাংশায় মোবাইল কোর্টে ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে অনুমোদন বিহীন ‘সায়মা আইসরবো’ ফ্যাক্টরীর মালিক লাল মিয়াকে ১লাখ টাকা জারিমানা

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া গ্রামে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে মোবাইল কোর্টে ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী অনুমোদন বিহীন ‘সায়মা আইসরবো’ নামক ফ্যাক্টরীর মালিক লাল মিয়াকে ১লাখ টাকা জারিমানা করা হয়েছে।

শিশু খাদ্য উৎপাদনে নিষিদ্ধ ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার, অন্য প্রতিষ্ঠানের লেভেলযুক্ত মোড়কে শিশু খাদ্য উৎপাদন ও প্যাকেটজাতকরণ, আমদানীকারকের তথ্যবিহীন ফ্লেভার ও রংয়ের ব্যবহার, উৎপাদনের তারিখেরও পরের তারিখ উৎপাদন তারিখ হিসেবে প্রদান করা হয়।

অভিযোগের ভিত্তিতে রাজবাড়ী জেলা প্রশাসন এবং রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সমন্বিত মোবাইল কোর্ট পরিচালনা করেন।

জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমানের নেতৃত্বে উল্লেখিত ফ্যাক্টরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান, দায়িত্বপ্রাপ্ত জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক ও পুলিশের একটি দল উপস্থিত থেকে মোবাইল কোর্টকে সহযোগিতা করে।

রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান জানান, লাল মিয়ার মালিকানাধীন অনুমোদন বিহীন সায়মা আইসরবো ফ্যাক্টরীতে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ২৩, ৩২ (ক), ৩৩ ও ৩৯ ধারা লঙ্ঘনের অপরাধে ৩৯ ধারায় ১লাখ টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, উল্লেখিত ফ্যাক্টরীতে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুসারে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণে শিশু খাদ্য উৎপাদনে বিএসটিআইয়ের লাইসেন্স নাই।

এছাড়া শিশু খাদ্য উৎপাদনে নিষিদ্ধ ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার, অন্য প্রতিষ্ঠানের লেভেলযুক্ত মোড়কে শিশু খাদ্য উৎপাদন ও প্যাকেটজাতকরণ, আমদানীকারকের তথ্যবিহীন ফ্লেভার ও রংয়ের ব্যবহার, উৎপাদনের তারিখেরও পরের তারিখ উৎপাদন তারিখ হিসেবে প্রদান করা হয়। অভিযান শেষে ফ্যাক্টরীতে উৎপাদিত সকল শিশু খাদ্য ও নিষিদ্ধ ক্ষতিকর রাসায়সিক দ্রব্য জব্দ ও বিনষ্ট করা হয়।

Check Also

মোবাইল ফোন নিয়ে স্কুল কলেজে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেবেন না বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভায় – নুরুল ইসলাম গোলাম ।

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের বেলকুচি উপজেলার বানিয়াগাঁতী সীতানাথ একাডেমী (স্কুল …