Friday , 28 November 2025

দেশীগ্রাম ইউপির-কর্ণঘোষ. প্রান্তিক খামারীর১০০মুরগি মেরে ফেলল দুর্বৃত্তরা

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

সি রাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন এর বড় কর্নঘোষ গ্রামে বুশরা লেয়ার এন্ড পল্টি ফার্মে রাতের আঁধারে প্রায় ১০০ টির বেশি মুরগি মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

 

দিবাগত রাত্রিতে প্রায় ৩:৩০ মিটিটের দিকে এ ঘটনা ঘটে। এতে আমার প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। যারা এ কাজে জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং আমার ক্ষতিপুষিয়ে দেওয়া হোক।

মোঃ শেখ ফরিদ বলেন, আমি অনেক দিন ধরে এই খামারে কাজ করি, এখানকার উপার্জন দিয়েই আমার সংসার চলে। অন্যান্য দিনের মত আমি গতকাল রাতে মুরগি পরিচর্যা করে শুয়ে পড়ি। কিন্তু রাত আনুমানিক ৩:৩০ মিনিটের দিকে মুরগির চিৎকার শুনতে পাই, তখন ওই দিকে যেতেই কয়েক জন লোক দৌড়ে পালিয়ে যেতে দেখি।পরে আমি বিষয়টি খামারের মালিক শরিফুল কে জানাই, খবর পেয়ে প্রোপাইটর শরিফুল সেখানে উপস্থিত হয় ।

তার একটু পরেই এক এক করে মুরগি মরা শুরু করে। ফার্মের মালিক মোঃ শরিফুল ইসলাম বলেন , মঙ্গলবার (১৯/০৮/২৫) দিবাগত রাত্রিতে প্রায় ৩:৩০ মিটিটের দিকে এ ঘটনা ঘটে। এতে আমার প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। যারা এ কাজে জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং আমার ক্ষতিপুষিয়ে দেওয়া হোক।

Check Also

পাংশায় ব্যাংক এশিয়ার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ রা জবাড়ী জেলার পাংশায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে …