Saturday , 30 August 2025

নোয়াখালীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

বাং লাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রণীত, Criminal rules and Orders এর বিধি অনুযায়ী নোয়াখালীতে পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগষ্ট ) বিকাল ৪টা ৩০ মিঃ থেকে সন্ধ্যা পর্যন্ত নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

ফরেনসিক রিপোর্ট ও ভিসেরা রিপোর্ট নিশ্চিতকরণ, বিচারাধীন মামলা সমূহের সমন, ওয়ারেন্ট, হুলিয়া ও ক্রোকী পরোয়ানা দ্রুত জারিকরণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা নিরসনের উপায় চিহ্নিতকরণ, যথাসময়ে সাক্ষী হাজির নিশ্চিতকরণ এবং সাক্ষীদের আদালতে আগমন ও প্রত্যাবর্তিকালীন নিরাপত্তা নিশ্চিতকরণ, অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে শৈথিল্য দূরীকরণের বিষয়ে আলোচনা করা হয়।

 জেলার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী সিনিয়র জেলা ও দায়রা জজ ডঃ মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসাইন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান, স্পেশাল ম্যাজিস্ট্রেট যুগ্ন জেলা জজ মোঃ সুলতান সোহাগ উদ্দিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুল ইসলাম,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফসানা ইসলাম রুমি, নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার.আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবু তাহের, নোয়াখালী জেল সুপার আব্দুল বারেক, নোয়াখালী জেলার বিজ্ঞ পিপি মোঃ সাহাদাত হোসেন, এডিশনাল পিপি আব্দুল কাইয়ুম দিদার, নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমির হোসাইন বুলবুল, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আবু ইউছুফ, জিসান আহমেদ তালুকদার সহকারি পরিচালক বি এস টি আই নোয়াখালী, চর জব্বর থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া, সেনবাগ থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান, সুধারাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ইসলাম, বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান , কবিরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়া, সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ গন।

কনফারেন্সে ডিসপ্লে প্রেজেন্টেশন করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল হাসান সাকিল। এসময় নোয়াখালী জেলায় বিচারাধীন মামলার ত্রুটি বিচ্যুতি চিহ্নিতকরণ এবং মামলার অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়।

Check Also

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন …