Wednesday , 3 September 2025

পাংশায় ওএমএস চালু॥ বরাদ্দ অপ্রতুল

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা পৌরসভা এলাকায় ওএমএস’র দোকানে গত ১লা সেপ্টেম্বর থেকে নির্ধারিত প্রতি কেজি ২৪ টাকা দরে আটা বিক্রি শুরু হয়েছে। প্রতিদিন মোট বরাদ্দ ১মেট্রিক টন আটা। মোট ডিলার ৬জন।

১লা সেপ্টেম্বর ওএমএস কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রতিদিন সরকারী বরাদ্দ এক মেট্রিক টন আটা। দুইজন ডিলারের মধ্যে ৫শত কেজি করে ভাগ করে কর্মসূচি শুরু করা হয়েছে।

শুরু থেকেই বরাদ্দ অপ্রতুল হওয়ায় প্রথমে দু’টি করে ওএমএস’র দোকানে কর্মসূচি শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে ৬টি দোকানে ওএমএস কর্মসূচি পরিচালিত হবে। চাহিদার চেয়ে বরাদ্দ অপ্রতুল হওয়ায় ক্রেতাসাধারণ স্বল্প মূল্যে আটা ক্রয় থেকে বঞ্চিত হচ্ছে।

জানা যায়, খাদ্য অধিদপ্তর বাস্তবায়িত ওএমএস কর্মসূচি পূর্ব নির্ধারিত ১লা সেপ্টেম্বর থেকে শুরু করা হয়েছে। ওএমএস’র জন্য নিয়ম মতো ৬জন ডিলার নিয়োগ প্রদান করা হয়। ডিলারগণ হলেন, পারনারায়নপুর চন্দনা ব্রিজ সংলগ্ন বাজারে (আড়ংঘাটা) নারী উদ্যোক্তা জহুরা খাতুন ফুলি, মৈশালা বাস স্ট্যান্ড বাজারে শরিফুল ইসলাম, আজিজ সরদার বাস স্ট্যান্ড বাজারে খোকন মিয়া, বাড়েক মোড় বাজারে মোঃ ইউসুফ আলী, পাংশা পুরাতন বাজারে আব্দুল আল মামুন ও নতুন বাজারে (গোডাউনের পাশে) মোঃ সফিউল্লাহ।

গত ১লা সেপ্টেম্বর ডিলার জহুরা খাতুন ফুলির ওএমএস দোকানে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ পর্যায়ে ডিলার জহুরা খাতুন ফুলি ও শরিফুল ইসলামের দোকানে বরাদ্দকৃত ৫শত কেজি করে আটা বিক্রি করা হচ্ছে। চাহিদার চেয়ে বরাদ্দ কম।

এভাবে পর্যায়ক্রমে অপরাপর ডিলারদের দোকানে বরাদ্দকৃত আটা বিক্রি করা হবে। স্থানীয়রা জানায়, বাজারে প্রতি কেজি আটা ৪৫/৪৬ টাকা দরে বিক্রি হচ্ছে। কিন্তু ওএমএস’র দোকানে প্রতি কেজি আটা মাত্র ২৪ টাকা। সকল ওএমএস’র দোকানে একযোগে আটা বিক্রয় করা হলে ক্রেতাসাধারণের সুবিধা হয়। একযোগে সকল ডিলারের দোকানে ওএমএস কর্মসূচির চালুর ব্যাপারে খাদ্য বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ডিলারগণ।

পাংশা উপজেলা খাদ্য দপ্তর সূত্র জানায়, পাংশা পৌরসভা এলাকার জন্য ৬জন ওএমএস ডিলার নিয়োগ করা হয়েছে। ১লা সেপ্টেম্বর ওএমএস কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রতিদিন সরকারী বরাদ্দ এক মেট্রিক টন আটা। দুইজন ডিলারের মধ্যে ৫শত কেজি করে ভাগ করে কর্মসূচি শুরু করা হয়েছে।

এভাবে পর্যায়ক্রমে ওএমএস কার্যক্রম পরিচালিত হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ওএমএস কার্যক্রম মনিটরিং করছেন বলে জানা গেছে।

Check Also

তারুণ্যের উৎসব সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলার বিপক্ষে সদরনপৌরসভা ১-০ গোলে জয়ী।

॥ এম আরিফুল ইসলাম , সলঙ্গা  (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ বু ধবার বিকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে …