Friday , 5 December 2025
পাংশায় বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে কবি, কথা সাহিত্যিক ও বাংলাদেশ টেলিভিশনের খ্যাতিমান নাট্যকার কাজী ফরিদ আহম্মদ তপন বক্তব্য রাখেন

পাংশায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা শহরস্থ এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এস.এম কায়কোবাদ, হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ এনামুল হক ও মোঃ আরিফুল ইসলাম বক্তব্য রাখেন।

মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমানের সভাপতিত্বে এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মুহাম্মদ সবুর উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কবি, কথা সাহিত্যিক ও বাংলাদেশ টেলিভিশনের খ্যাতিমান নাট্যকার কাজী ফরিদ আহম্মদ তপন বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এস.এম কায়কোবাদ, হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ এনামুল হক ও মোঃ আরিফুল ইসলাম বক্তব্য রাখেন।

এছাড়া কবি মোল্লা মাজেদ, কবি মোঃ এবাদত আলী সেখ, কবি শেখ মুন্নু (বাংলাভাষী), কবি ষড়জিৎ বিষ্ণু শ্যাম, স্বপন কুমার ভট্টাচার্য, বিকর্ণ মন্ডল, রোকেয়া রহিম ও মোঃ কোরবান আলী প্রমূখ জাতীয় কবি কাজী নজরুলের উপর স্বরচিত কবিতা আবৃত্তি করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ এনামুল হক। মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সহ-সাধারণ সম্পাদক, সাংবাদিক সেলিম মাহমুদ, সাংবাদিক এএইচএম শামীম রহমান জন, কবি উত্তম মিত্রসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Check Also

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন দেশের কল্যাণের জন্য বেগম খালেদা জিয়া-রুহেল

॥  সাদ্দাম উদ্দিন রাজ , নরসিংদী জেলা প্রতিনিধি ॥ ন রসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল …